কুমিল্লায়
এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় কুমিল্লা
কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মো:
ফারজিদ ভুইয়া ইফরান (১২)। সে কুমিল্লা মহানগরীর শাহজাদি গাউছ পেয়ারী হোসেন
হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ছাত্র এবং কোতয়ালী থানার পাঁচথুবী ইউনিয়নের
মো: ফয়সালের পুত্র। অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার ৭নভেম্বর দুপুরে
মাদ্রাসা থেকে নিখোঁজ হন ফারজিদ। নিখোঁজ হওয়ার পর থেকে ফারজিদকে খুজে
পাওয়া যাচ্ছেনা মাদ্রাসা থেকে এই তথ্য নিশ্চিত করে মাদ্রাসার বাবুর্চী
নজরুল। কিন্তু বাবুর্চী নজরুলের ফোনে কয়েকবার ফোন করে তাকে পাওয়া যায়নি।
তবে মাদ্রাসার শিক্ষক মো: এমরান হোসেন জানান, গত ৭মাস ধরে এই মাদ্রাসায়
তিনি শিক্ষকতা করছেন। ফারজিদকে তিনি নাজরানা বিভাগে ১২পাড়া পর্যন্ত
পড়িয়েছেন। শুক্রবারে তিনি ঘুমিয়ে ছিলেন। তিনি বলেন, ঘুম থেকে উঠে নজরুল
ভাইকে জিজ্ঞেস করি ভাই ফারজিদ কোথায়? তাকে পাওয়া যাচ্ছে না। নজরুল ভাই
জানিয়েছেন ফারজিদ হয়তো মসজিদে গিয়েছে। ফারজিদের ছোট ভাইকে খুজার জন্য
পাঠালে না পেয়ে ফেরত এসে কান্নাকাটি করে। ফারজিদের বাবা ফয়সাল জানান, কোন
স্বহৃদয়বান ব্যক্তি যদি তার সন্তানের সন্ধান পান তাহলে নিম্নের দেওয়া
নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল: ০১৮২০৬৫৬১৫২। শ্যামলা বর্ণের
হালকা পাতলা শারিরীক গঠনের শিশুটি হারিয়ে যাওয়ার সময় তার উচ্চতা ছিল চার
ফুট ছয় ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও পায়জামা।
