নির্বাচন
কমিশনের নিবন্ধন লাভ ও নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ পাওয়ায় জাতীয়
নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর
নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে দলটির
স্থানীয় নেতাকর্মীরা ।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় দেবিদ্বার
উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক
মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে দেবিদ্বার হাইস্কুল মাঠে
এসে শেষ হয়। এতে মোটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপসহ নানা বাহনে করে শত শত
নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে অংশ নেন।
মিছিলে ‘শাপলা কলি’ প্রতীকের পাশাপাশি দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক
হাসনাত আব্দুল্লাহর ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুনও শোভা পায়।
এ সময়
“এনসিপির মার্কা শাপলা কলি,” “দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা, ইনকিলাব
জিন্দাবাদ,” “গ্রাম-শহর অলিগলি, জিতবে এবার শাপলা কলি” শ্লোগানে পুরো এলাকা
মুখরিত হয়ে ওঠে। এনসিপির দেবিদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক মোহাম্মদ
জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ আমাদের দলের জন্য একটি
ঐতিহাসিক অর্জন। এটি প্রমাণ করে, জাতীয় নাগরিক পার্টি জনগণের স্বার্থে কাজ
করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আগামী নির্বাচনে
‘শাপলা কলি’ হবে পরিবর্তনের প্রতীক।” এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা
মো. শামীম কাউসার, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ,
কাজী নাছির উদ্দীন, আরিফুল ইসলাম, ফয়সাল হোসেন, এমরান হোসেন, ফয়সাল মির্জা,
জামাল হোসেন, বাংলাদেশ ছাত্র সংসদের নেতা রাকিবুল হাসান হৃদয়, সাজেদুল
রাফসান, শাহাদাত হোসেন শ্যামল ও মো. হাসানসহ আরও অনেকে।
