রোববার ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে; আমরা তা ব্যর্থ করব — অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
এমএ কাশেম ভূঁইয়া-হোমনা
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:০২ এএম |

 


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র চলছে। তবে এই ষড়যন্ত্র সফল হবে না। দেশের জনগণ আগামী নির্বাচনে অংশ নেবে এবং ষড়যন্ত্রকারীরা কোন স্থান পাবে না।
শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন বাসস্ট্যান্ড মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, ‘আমার নেতা তারেক রহমান সাহেব জানেন আমাকে কোথায় রাখবেন। হোমনাবাসীর জন্য সুখবর হলো— হোমনা থেকে গডফাদার বিদায় নিয়েছে। আমি আসার কারণেই তাদের বিদায় হয়েছে। হোমনায় আর কোনো গডফাদার ফিরবে না।’
তিনি বলেন, ‘আমি হোমনার ভোটার, মেঘনার না। হোমনার মানুষ ভুল করে না। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় এবং আমি নির্বাচিত হই, তাহলে পৌরসভার এলাকা সম্প্রসারণ করব। এখানে ঝাড়ুদারের সংখ্যা বেশি হয়ে গেছে— যারা ঝাড়ু হাতে বের হয়েছেন, তাদের নাম লিখে রাখবেন; তাদের ঝাড়ুদার হিসেবে নিয়োগ দেওয়া হবে। হোমনায় ধান থাকবে, তবে কোনো চিটাধান থাকবে না।’
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘যারা হাংকি-পাংকির কথায় মানুষকে প্রলুব্ধ করছে, তাদের উদ্দেশে বলছি— হাংকি-পাংকি করবেন না। বিএনপি এ দেশের জনগণের দল; মানুষ এখন অনেক সচেতন।’
সভায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও আব্দুল লতিফসহ স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হোমনা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হোমনা চৌরাস্তা, উপজেলা পরিষদ এলাকা ঘুরে পৌর মার্কেটের সামনে এসে শেষ হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লাকে দেশের অন্যতম মহানগরীতে রুপান্তর করা হবে-মনির চৌধুরী
কুমিল্লায় ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন আটক
কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩
বুড়িচংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে ৪৫ জন আটক
দোষ আমার একটাই চাঁদাবাজি করি না
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজী ইয়াছিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাপন পাল গ্রেপ্তার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির আলোচনা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২