নিজস্ব
প্রতিবেদক : মোট ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত মনোনয়ন
দিয়ে চুয়াল্লিশতম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে সরকারি কর্ম
কমিশন-পিএসসি।বৃহস্পতিবার রাতে এ ফলাফল প্রকাশ করে পিএসসি বিজ্ঞপ্তি জারি
করেছে।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “একই ক্যাডার
এবং পছন্দক্রমের নিম্ন ক্যাডার পদের মনোনয়ন বাতিল করে ৪৪তম বিসিএস পরীক্ষা
-২০২১ এর সম্পূরক ও সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে।”
সম্পূরক ফলাফলে
প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন,
আনসার ক্যাডার ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১
জন, সমবায় ৮ জন, রেলওয়ে ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে
২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন ও খাদ্য
ক্যাডারে ৩ জন সুপারিশ পেয়েছেন।
অন্যান্য ১ হাজার ২৩২ জন প্রার্থী
সুপারিশ পেয়েছেন বিভিন্ন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার ও ক্যাডারের
প্রফেশনাল ও টেকনিক্যাল পদগুলোতে।
এর আগে গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। তখন ১ হাজার ৬৯০ জন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন।
কমিশনের
জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ওই ফলে সুপারিশ পাওয়া ৩০৩ জন
প্রার্থী লিখিতভাবে জানিয়েছেন, তারা ইতোমধ্যে বিভিন্ন ক্যাডারে কর্মরত এবং
তারা একই ক্যাডার বা তাদের পছন্দক্রমের নিচের ক্যাডারে যোগদান করবেন না।
পরে নতুন করে ফল সমন্বয় করে দেখা গেছে, ওই ৩০৩ জনের ৪৩ জন তাদের পছন্দক্রম
অনুযায়ী উপরের ক্যাডারে মনোনয়ন যোগ্য।
ওই ৪৩ জনকে পছন্দক্রম অনুযায়ী উপরের ক্যাডারে ও আগে মনোনয়ন না পাওয়া ২৫৭ জনকে নতুন করে মনোনয়ন দিয়ে সম্পূরক ফল প্রকাশ করা হয়েছে।
আর বিএড-এমএড সনদ না থাকায় টিচার্স ট্রেনিং কলেজে সুপারিশ পাওয়া ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
“পুরো ফল সমন্বয় করে মোট ১ হাজার ৬৮১ জন মনোনয়ন দিয়ে সম্পূরক ও সমন্বিত ফলাফল প্রকাশ করা হল,” বলেন মতিউর রহমান।
গত
২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স,
যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর সংশোধিত বিধি ১৭
অনুযায়ী পিএসসি ৪৪তম বিসিএসের সম্পূরক ফল দিল।
একই ক্যাডার বা সার্ভিসে
আগে নির্বাচিত কিংবা কর্মরত কোনো প্রার্থীকে ভবিষ্যতের বিসিএস পরীক্ষায়
পুনরায় ওই একই ক্যাডারে সুপারিশ না করার বিধান এই সংশোধিত বিধিমালায় যুক্ত
করা হয়েছে।
