লালমাই
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে লালমাই উপজেলার মাধ্যমিক পর্যায়ে
শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য ও শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রতিষ্ঠান
প্রধান, শরীর চর্চা শিক্ষক ও ঘঞজঈঅ এর মাধ্যমে নব-যোগদানকৃত শিক্ষকদের নিয়ে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় স্থানীয় ‘হোটেল
আগমনের হলরুমে’ এই মতবিনিময় সভা হয়।
লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে এবং দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মো: তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান
অতিথি ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, বিশেষ অতিথি
ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও হরিশ্চর
ইউনিয়ন স্কুল এণ্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ডা: মোহাম্মদ সালেহ আহমদ ,
কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ও
বাগমারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম,
বরুড়া উপজেলার প্রাক্তন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এই
মতবিনিময় সভায় লালমাই উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসার
প্রধানগণ, শরীর চর্চা শিক্ষকবৃন্দ এবং এনটিআরসিএর মাধ্যমে নব যোগদানকৃত
শিক্ষকগণসহ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবাগত
শিক্ষকগণকে শিক্ষকতা পেশার সকল চ্যালেঞ্জকে আন্তরিকভাবে মোকাবেলা করে আগামী
প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা দানে মনোযোগী হওয়ার আহবান জানান।
