বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫
১৪ কার্তিক ১৪৩২
থ্যালাসেমিয়া প্রতিরোধ সচেতনতায় পায়ে হেঁটে দেশভ্রমণ দুই তরুণের
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১২:০৭ এএম |



চৌদ্দগ্রাম প্রতিনিধি: থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দিতে পায়ে হেঁটে দেশভ্রমণ করছেন দুই তরুণ। নোয়াখালীর মাহমুদুল হাসান শাওন ও চট্টগ্রামের হাসান মুরাদ শুরু করেছেন এক মাসব্যাপী ব্যতিক্রমী এ অনন্য যাত্রা। গত ১৭ অক্টোবর টেকনাথ থেকে যাত্রা শুরু করে তারা বুধবার(২৯ অক্টোবর) অতিক্রম করেছেন মহাসড়কের চৌদ্দগ্রাম। তেঁতুলিয়ায় পৌঁছে তাদের এ যাত্রা শেষ হবে। 
জানা গেছে, ৩১ বছর বয়সী হাসান মুরাদ পেশায় একজন ব্যবসায়ী ও ভ্রমণপ্রেমী। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিবিবি ফাউন্ডেশন’-এর মাধ্যমে থ্যালাসেমিয়া সচেতনতায় কাজ করছেন। অপরদিকে ২০ বছর বয়সী মাহমুদুল হাসান শাওন নোয়াখালীর চৌমুহনী সালেহ আহমেদ কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। ট্রাভেল গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে তারা একত্রিত হয়। গত ১৭ অক্টোবর টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে তারা এই সচেতনতামূলক পদযাত্রা শুরু করেন। পুরো যাত্রা সম্পন্ন করতে ২৮ থেকে ৩০ দিন সময় লাগতে পারে বলে তারা জানিয়েছেন। 
তাদের পরিবারের কেউ থ্যালাসেমিয়ায় আক্রান্ত না হলেও সমাজে সচেতনতার অভাব থেকেই এই কঠিন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে করেন তারা। যাত্রাপথে তারা বিভিন্ন বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল স্থানে থেমে মানুষকে থ্যালাসেমিয়া বিষয়ে অবহিত করছেন এবং লিফলেট বিতরণ করছেন। তীব্র গরমের কারণে যাত্রা কিছুটা ধীরগতিতে এগোলেও সাধারণ মানুষ তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং নানা উপায়ে সহায়তা করছেন। তাদের বিশ্বাস, এই পদযাত্রা শুধু থ্যালাসেমিয়া প্রতিরোধেই নয়, বরং দেশের তরুণ প্রজন্মের মধ্যে মানবিক উদ্যোগে অংশ নেওয়ার অনুপ্রেরণা যোগাবে।
বুধবার তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা অতিক্রম করে পদুয়ার বাজার এলাকার কাছাকাছি অবস্থান করছেন। এরআগে চৌদ্দগ্রাম বাজারে তাদেরকে স্বাগত জানান চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিক ও উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের নেতৃবৃন্দ। 
ভ্রমণপ্রেমী হাসান মুরাদ বলেন, থ্যালাসেমিয়া এক ধরনের রক্তশূন্যতা, যেটা জন্মগতভাবে এক পরিবার থেকে আরেক পরিবারে বংশ পরম্পরায় চলতে থাকে। তাই প্রত্যেকের উচিত, বিয়ের আগেই রক্ত পরিক্ষা করা।
কলেজ ছাত্র মাহমুদুল হাসান শাওন বলেন, ছোটকাল থেকেই ভ্রমণের প্রতি নেশা ছিল। এ ভ্রমণের মাধ্যমে থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষকে সচেতন করাই একমাত্র উদ্দেশ্য। এতে আমার ভ্রমণও হলো, মানুষও সচেতন হলো।
বুধবার চৌদ্দগ্রাম উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের নেতা মোহাম্মদ হোসেন নয়ন বলেন, আমরা দীর্ঘদিন ধরে রক্ত নিয়ে কাজ করি। থ্যালাসেমিয়া হলো ‘রক্ত শূন্যতা’। বিয়ের আগেই যদি সবাই রক্ত পরীক্ষা করে, তাহলে থ্যালাসেমিয়া থেকে রক্ষা পাওয়া সহজ হয়। এ বিষয়ে সকলেই সচেতনতা জরুরী।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুলার আগাম ফলনেও হাসি নেই কৃষকের মুখে
নভেম্বরে নতুন পোশাক পাচ্ছে পুলিশ
নির্বাচন ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ
২৬৬৪ ইয়াবাসহ আটক যুবদল নেতা রহিম
ব্রাহ্মণপাড়ায় মাদকের ১৯ মামলার আসামী সবুজসহ গ্রেপ্তার ৫
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অভিযানের পরদিনই দালালের খপ্পরে প্রাণ গেলো প্রসূতির
২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি, রয়েছে কঠোর বার্তাও
ডেঙ্গু কেড়ে নিল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ত্বকীকে
কুমিল্লায় একদিনে তিন লাশ উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পিছনে দুই বাসের ধাক্কা আহত ২০
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২