ব্রাহ্মণপাড়া
উপজেলার দক্ষিণ চান্দলা মেডংগীপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেট ধরে দুই
প্রবাসী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রবাসীর মা মৃত আব্দুল খালেক
খানের স্ত্রী ফাতেমা বেগম ব্রাহ্মণপাড়া থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি
লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগসূত্রে ও আহতদের মা ফাতেমা বেগম জানান,
পূর্ব শত্রুতার জের ধরে গতকাল (২৯ অক্টোবর) বুধবার সকালে আমাদের একই ও
পাশাপাশি এলাকার কিছু দুর্বৃত্তরা আমাদের বাড়িতে এসে অনাধিকার ভাবে প্রবেশ
করে আমাকে গালমন্দ করে এ সময় আমারা দুই প্রবাসী ছেলে তাদেরকে প্রতিবাদ ও
বাধা প্রদান করলে হামলাকারীরা উত্তেজিত হয়ে তাদের পকেট থেকে সুইচ গিয়ার ও
দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার দুই প্রবাসী ছেলে আলম খান (৩০) ও তার ছোট ভাই
প্রবাসী আবির খান (২৫) কে সুইচ গিয়ার ও লাঠিছোটা দিয়ে পিটিয়ে আহত করে।
তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত
অবস্থায় আমার ছেলেদেরকে ঘটনাস্থান থেকে উদ্ধার করে এলাকাবাসীর দ্রুত
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। বর্তমানে তারা
ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীরা হলেন
দক্ষিন চান্দলা খলিফা পাড়া এলাকার এরশাদ মিয়ার ছেলে সায়মন (২১) ও খায়রুল
ইসলামের ছেলে রিফাত (২০) দক্ষিণ চান্দলা তাল্লুকপাড়া এলাকার মৃত আব্দুল
আজিজের ছেলে জহিরুল ইসলাম (৫০) দক্ষিণ চান্দলা খলিফা পাড়া এলাকার মুজিব
মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২১) ও ফারুক মিয়ার ছেলে সালমান (২০)সহ আরো ৪/৫ জন
এলোপাতারি কুপিয়ে পিটিয়ে আহত করে।
এ ব্যপারে থানায় অভিযোগকারী ফাতেমা
বেগম বলেন, পূর্ব শত্রুতার ধরে আমার দুই নিরঅপরাধ প্রবাসী ছেলেকে পিটিয়ে
আহত করার ঘটনায় আমি প্রশাসনের কাছে তদন্তমূলক বিচার চাই।
