কুমিল্লার
মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে
ইসলামীর উদ্যোগে বুধবার(২৯ অক্টোবর) সরসপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে
কেন্দ্রভিত্তিক নির্বাচনীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে
প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে
ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরোয়ার উদ্দিন
সিদ্দিকী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে
কাজ করে জনগণের আস্থা অর্জনই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। তিনি আরও
বলেন, প্রতিটি কেন্দ্রে সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় করে সাধারণ মানুষের
সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন লাকসাম পৌর জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, উপজেলা
জামায়াতের আমির হাফেজ নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান,
সহ-সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন, সরসপুর ইউনিয়ন জামায়াতের আমির
মাওলানা মাকসুদুল আলম প্রমুখ।
সম্মেলনটি সভাপতিত্বে ও মোঃ হোসেনের সঞ্চালনায় এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
