কুমিল্লার চান্দিনায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মিরাজ (৩১) নামে এক যুবক আটক হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
ইাইওয়ে
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে গাড়ি তল্লাশি কালে এক
ব্যক্তিকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে
তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক মিরাজ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দূর্গাপাশা ইউনিয়নের মধ্য ঝিরাইন গ্রামের মজিবর হাওলাদারের ছেলে।
ইলিয়টগঞ্জ
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান- মহাসড়কে মাদক
পরিবহন রোধে আমাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার
বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
