বুধবার ২৯ অক্টোবর ২০২৫
১৩ কার্তিক ১৪৩২
দাবা ফেডারেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আন্তর্জাতিকমাস্টার নীড়ের
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১২:১১ এএম |



 দাবা ফেডারেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আন্তর্জাতিকমাস্টার নীড়ের

বৃহস্পতিবার ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ফিদে ওয়ার্ল্ডকাপ দাবায় অংশ নিতে যাওয়ার প্রস্তুতি নেওয়া দুই দাবাড়ুর একজন আন্তর্জাতিকমাস্টান মনন রেজা নীড় আর্থিক বিষয়ে গুরতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের বিরুদ্ধে।
সোমবার নিজের ফেসবুকে পোস্ট দিয়ে নীড় উল্লেখ করেছেন , 'আমি ও মোহাম্মদ ফাহাদ রহমানের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দাবা ফেডারেশন ১৩ লাখ ৪৪ হাজার টাকা চেয়ে চিঠি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। বাস্তবে আমরা দেড় লাখ টাকা করে দুইজনে ৩ লাখ টাকা পেয়েছি। যদি আমাদের অংশগ্রহণের জন্য এই অর্থ ক্রীড়া মন্ত্রণালয়ে চাওয়া হয়ে থাকে, তাহলে খেলোয়াড়দের মাত্র ৩ লাখ টাকা দেওয়া হলো কেন? বাকি টাকা কোথায় গেলো?'
নীড় ওই স্ট্যাটাসে আরো লিখেছেন, 'ফেডারেশন বলছে যে টাকা এখনও পাওয়া যায়নি, যা সম্পূর্ণ রসিকতা বলে মনে হচ্ছে। কারণ, যদি না পাওয়া হয় তাহলে ৩ লাখ টাকা কোথা থেকে এলো। যদি সত্যিই তাই হয়, তাহলে আমি ক্রীড়া মন্ত্রণালয়কে বাংলাদেশ দাবা ফেডারেশনকে মাত্র ৩ লাখ থেকে সর্বোচ্চ ৪ লাখ টাকা দেওয়ার অনুরোধ করছি। কারণ আমরা এটাই পেয়েছি। বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় হিসেবে, আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সম্মানের দাবিদার। দাবা খেলোয়াড়রা এই খেলার জন্য তাদের জীবন উৎসর্গ করে, প্রায়শই ন্যূনতম সমর্থনের সাথে। তবুও আমরা আমাদের দেশের জন্য গৌরব বয়ে আনছি। এটা কেবল অর্থের ব্যাপার নয়-এটি আমাদের ক্রীড়া প্রতিষ্ঠানের সততা, ন্যায্যতা এবং সততা সম্পর্কে।
আমি আমার সকল সহকর্মী,খেলোয়াড়, দাবাপ্রেমী এবং নাগরিকদের আন্তরিকভাবে অনুরোধ করছি এই পোস্টটি শেয়ার করার এবং বাংলাদেশী খেলাধুলায় স্বচ্ছতার জন্য আপনাদের আওয়াজ তোলার জন্য। আর আমি গণমাধ্যমকে এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ, আজ যদি আমরা চুপ থাকি, তাহলে পরবর্তী প্রজন্মের খেলোয়াড়রাও একই অবহেলা ও অবিচারের মুখোমুখি হবে। বাংলাদেশ আরও ভালো কিছুর যোগ্য এবং এর খেলোয়াড়রাও তাই।'
এ বিষয়ে যোগাযোগ করলে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. মো. তৈয়বুর রহমান জাগো নিউজকে বলেছেন, 'কোনো তথ্য না জেনেই এমন একটি পোস্ট দিয়েছে। মনন রেজা যে চিঠিটি পোস্টের সাথে দিয়েছে সেটা মন্ত্রণালয়ে চাওয়া জিও'র চিঠি। তার আগে আমরা বাজেটসহ অর্থ চেয়ে চিঠি দিয়েছিলাম। আর টাকা আমরা এখনো পাইনি। আমরা যে বাজেট উল্লেখ করে সরকারের কাছে অর্থ চেয়েছিলাম সেখানে সবকিছু পরিষ্কার করে উল্লেখ করে কোচের বেতনসহ সব খাত। ফেডারেশনের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করায় মনন রেজা নীড়কে শোকজ না করে উপায় নেই। তাকে ফেসবুক স্ট্যাটাস ডিলেট করতে বলেছি।'














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অভিযানের পরদিনই দালালের খপ্পরে প্রাণ গেলো প্রসূতির
লাল শাকে রঙিন গোমতীর চর
ডেঙ্গু কেড়ে নিল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ত্বকীকে
কুমিল্লা নিহা ব্রিকস পরিচালনা করতে আর কোন বাঁধা নেই : হাইকোর্টের আদেশ
বুড়িচং-মীরপুর সড়ক অবরোধ করে ২ ঘন্টা মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চান্দিনায় জামায়াতের গণমিছিলে সংঘর্ষ: প্রার্থীর মাইক কেড়ে নিলেন কর্মীরা
এক আসনে একাধিক প্রার্থী বাছাই করে রাখছে বিএনপি
এক সপ্তাহ লাইফ সাপোর্টে থেকেমৃত্যুর কোলে তুহিন
কুমিল্লা নগরীর যানজট নিরসনের দাবীতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সারাদেশে ৫ দিন বৃষ্টির আভাস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২