নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জুগিরকান্দিতে অবস্থিত মেসার্স
নিহা ব্রিকস পরিচালনা করতে আইনী আর কোন বাঁধা নেই। মহামান্য হাইকোর্টের
বিচারক ফাতেমা নজীব ও ফাতেমা আনোয়ার এর যৌথ বেঞ্চ গত ২৭ অক্টোবর এ আদেশ
দেন।
সুপ্রিমকোর্ট এর আদেশে জানা যায়, নিহা ব্রিকস এর পরিবেশ ছাড়পত্রের
মেয়াদ গত ১৭/৯/২৫ পর্যন্ত থাকার পরও একটি কুচক্রী মহলের মিথ্যা অভিযোগের
প্রেক্ষিতে কোনরুপ তদন্ত ছাড়াই গত ১৪/৯/২৫ তারিখে পরিবেশ ছাড়পত্র বিষয়ক
কমিটি নিহা ব্রিকসের ছাড়পত্র বাতিল করে এবং ছাড়পত্রের আবেদন না মঞ্জুর করে।
এ প্রেক্ষিতে নিহা ব্রিকসের মালিক মো: নাদিম সুপ্রিমকোর্টের আইনজীবি মো:
দিদারুল আলম এর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন। যার রিট পিটিশন নম্বর
১৫৭৮৬/২০২৫।এর প্রেক্ষিতে ৬ মাসের জন্য রিট পিটিশন টি ৎঁষব্ ংঃধঃঁং-য়ঁধ ভড়ৎ
ধ ঢ়বৎরড়ফ জারি করেন।এ আদেশের ফলে নিহা ব্রিকস পরিচালনা করতে এখন আর আইনী
কোন বাধা রইল না।
এ বিষয় নিহা ব্রিকসের মালিক মো: নাদিম জানান, পরিবেশ
অধিদপ্তর আমার পরিবেশ ছাড়পত্র বাতিল করার কারনে আমি কয়েক কোটি টাকার
ক্ষতিগ্রস্ত হয়েছি।তাই পরিবেশ মন্ত্রনালয়ে তাদের পরিবেশ ছাড়পত্র প্রদানের
জন্য আপীল করি একইসাথে মহামান্য হাইকোর্টে রীট করি।রীট শুনানী শেষে
মহামান্য হাইকোর্ট আগামী ৬ মাসের জন্য আমাকে ইটভাটা পরিচারনার জন্য অনুমোদন
প্রদান করে।
এ বিষয়ে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর এর উপ পরিচালক মোদাব্বের
হোসেন মুহাম্মদ রাজিব জানান,পরিবেশ অধিদপ্তর নিহা ব্রিকসের লাইসেন্স
নবায়নের আবেদন বাতিল করেছে। এখন মহামান্য হাইকোর্ট কি আদেশ দিয়েছে আমার
জানা নেই।আদেশের কপি পেলে মন্ত্রনালয়ের নির্দেশনার আলোকে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহন করা হবে।
