সুপ্রিম
কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের চতুর্থ
মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত,স্মৃতিচারণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার
(২৭ অক্টোবর) বিকেলে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার স্মৃতি পরিষদের
উদ্যোগে তাহার জন্মস্থান কুমিল্লার লালমাই উপজেলার শানিচোঁ বাজারে আবদুল
বাসেত মজুমদার ট্রাষ্ট হাসপাতালে এর আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমের
স্মৃতিচারণ করে পিতার জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন বাসেত মজুমদারের মেয়ে
অধ্যাপক ডা: খাদিজা ঝুমা। এছাড়া আরও বক্তব্য রাখেন কুমিল্লা আইনজীবী
সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া, এডভোকেট আবু
ইউসুফ, মাওলানা আবদুল কাইয়ুম।
এসময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান
মজুমদার, দলিল লেখক জহিরুল ইসলাম জুয়েল,পল্লী চিকিৎসক মো: জাকির হোসেন,
ইঞ্জিনিয়ার জামাল হোসেন।
বক্তারা বলেন, বাসেত মজুমদার গরিব মানুষের
সেবা নিশ্চিত করতে অসামান্য অবদান রেখেছেন। পেশাগত জীবনে তিনি অসংখ্য মামলা
বিনা পারিশ্রমিকে পরিচালনা করেছেন। অন্যদেরও উৎসাহ দিয়েছেন। এজন্য তিনি
গরিবের আইনজীবী হিসেবে পরিচিত।
দেশবরেণ্য এই সিনিয়র আইনজীবী ২০২১ সালের ২৭ অক্টোবর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আব্দুল
বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসামে, বর্তমানে
লালমাই। ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
এরপর ১৯৬৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত
হন।
তিনি দেশের ৬৪ জেলায় দুস্থ আইনজীবীদের জন্য নিজের নামে ট্রাস্ট
ফান্ড গঠন করেছেন। দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এ ফান্ড থেকে অর্থ সহায়তা
দেওয়া হচ্ছে।
