বৃহস্পতিবার
(২৩শে আক্টোবর) জগন্নাথপুর বাজগড্ডা জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির
আয়োজনে বাজগড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আল্লাহ আল্লাহ জিকির ও
ঈদে মাজিউন্নাবী (দরুদ) ও ঈদে মিলাদুন্নাবী (দরুদ) এবং ড. আহমদ পেয়ারা
বাগদাদী হুজুর কেবলার স্মরণে ইমানি নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত
মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুহিউস সুন্নাহ আলহাজ্ব শাহসূফি শেখ সৈয়দ গোলাম
মোহাম্মদ আবদুল কাদের কাওকাব আল কাদেরী পীর সাহেব কেবলা, শাহপুর দরবার
শরীফ কুমিল্লা।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী,ফয়েজিয়া দরবার শরীফ, চাপুইর, ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু ।
এ
ছাড়াও মাহফিলে আরো আলোচনা পেশ করেন- কুমিল্লা চকবাজার নূরে মদিনা মাদরাসার
প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত মাওলানা মুফতি গোলাম মোহাম্মদ শাহজালাল আল
কাদেরী, মুফতি মোহাম্মদ আবদুল কুদ্দুস আল কাদেরী, কারী মোহাম্মদ শামিম রেজা
আল কাদেরী শাহপুরী, মাওলানা আজহারুল ইসলাম আল কাদেরীসহ স্থানীয় ইমাম খতিব
মুয়াজ্জিন উলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ।
আলোচনা শেষে আখেরী মোনাজাতের
মাধ্যমে দেশ-জাতি বিশ্ববাসির শান্তি কামনা এবং সকল কবরবাসিদের জন্য দোয়ার
মাধ্যমে সমাপ্তি হয়।আয়োজক কমিটি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জ্ঞাপন করেন।
