মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫
১২ কার্তিক ১৪৩২
সিরিজে চ্যালেঞ্জে পড়ুক বাংলাদেশ, চান লিটন
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:১১ এএম |



  সিরিজে চ্যালেঞ্জে পড়ুক বাংলাদেশ, চান লিটন

প্রতিপক্ষকে বিধ্বস্ত করে অনায়াসে জিততে চান যেকোনো অধিনায়ক। কিন্তু প্রেক্ষাপট বিবেচনায় এবার তেমন কিছু চাচ্ছেন না লিটন দাস। সম্ভব হলে প্রতিটা বলে পরীক্ষায় পড়ে, সেটাতে উতরে গিয়ে জিততে চান বাংলাদেশ অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ ছয় ম্যাচে লিটনের চাওয়া, কঠিন চ্যালেঞ্জ।
দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নিজেদের ঝালিয়ে নিতে এই ছয় ম্যাচের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছেন লিটন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ। এর আগের দিন সংবাদ সম্মেলনে লিটন বললেন, সামনের ছয় ম্যাচেই কঠিন লড়াই দেখতে চান তিনি।
‘‘সত্যি কথা বলতে, আমি দুইটা সিরিজে চাই, যেন আমাদের খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি মনে করি, এই ছয়টা ম্যাচে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো। ব্যাকফুটে থাকব, এর অর্থৃ চ্যালেঞ্জের কথা বলছি। এই না যে, আমরা ম্যাচে পিছিয়ে থাকব। আমি চাই, বোলাররা যখন বল করবে তখন যেন চাপ থাকে। যে জিনিসগুলো ভবিষ্যৎ মানে সামনে যেহেতু বিশ্বকাপ, সেখানে আমাকে সাহায্য করবে।’’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। পেয়েছিল এক আসরে নিজেদের সর্বোচ্চ তিন জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার রানে হারের আক্ষেপ থাকলেও সেটাই এখন প্রেরণা। আগের যেকোনো বছরের চেয়ে চলতি বছর সবচেয়ে বেশি- চার সিরিজ জয়ের অভিজ্ঞতায় বাংলাদেশ। দলের এমন বদলকে লিটন দেখছেন ভালো উইকেটে ভালো ক্রিকেট খেলার ফল হিসেবে।
‘‘পার্থক্য তেমন কিছু না। এখন আমরা চেষ্টা করছি ভালো উইকেটে খেলার জন্য। আপনি যখনই ভালো উইকেটে খেলবেন। ব্যাটারদের সফল হওয়ার সুযোগটা বেশি থাকবে। দলে যতগুলো ক্রিকেটার আছে ছয় থেকে সাত পর্যন্ত যত ব্যাটার আছে তাদের মধ্যে আমার ছয়ের সংখ্যা কম। দলের এখন বেশির ভাগ ক্রিকেটারই বড় বড় ছয় মারতে পারেন। এটা বাংলাদেশ দলের জন্য ইতিবাচক দিক। কিন্তু একই সঙ্গে ক্রিকেট শুধু ছয়ের ওপর দিয়ে গেলে হবে না। যদি প্রয়োজন হয় ছক্কা মারবে। অন্যথায় প্রয়োজন পড়লে এক দ্ইু রানের দিকেও যেতে হবে।’’
বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন লিটন মনে করেন, সংস্করণ বদলালে শুধু টেকনিক না, মানসিকতার দিকটাও বদলায়।

‘‘সংস্করণ ভেদে ক্রিকেটারের মানসিকতা বলেন বা আগ্রাসন, একটু পরিবর্তন হয়ে যায়। উইকেট ভেদেও হয়, সংস্করণ ভেদেও হয়। তাই আমার মনে হয়, যেহেতু এই সংস্করণটা খেলোয়াড়রা জানে, অনেকদিন ধরে খেলছে এবং বেশিরভাগ খেলোয়াড় সফল হয়েছে। তো তারা জানে যে কোন ঘরানার ক্রিকেট খেললে এখানে সফল হওয়া যাবে।’’













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমেক হাসপাতালে দালালের দৌরাত্ম্য
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চান্দিনায় জামায়াতের গণমিছিলে সংঘর্ষ: প্রার্থীর মাইক কেড়ে নিলেন কর্মীরা
কুমিল্লা নগরীর যানজট নিরসনের দাবীতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বুড়িচংয়ে করলার বাম্পার ফলনের সম্ভবনা, চাষিদের মুখে হাসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গুলশান কার্যালয়ে কুমিল্লার সম্ভাব্য প্রার্থীদের সাথে তারেক রহমানের মতবিনিময়
মনিরুল হক সাক্কুর সাথে বৈঠক করলেন বিএনপির মহাসচিব
ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে- এটাই ছিলো বার্তা
কুমিল্লা বোর্ডে ফল পরিবর্তনের জন্য ২৭ হাজার শিক্ষার্থীর আবেদন
ছয় মাসে ফরম ফিলাপ ফি বেড়েছে ২৮ শ’!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২