শাহীন আলম।
কুমিল্লার
দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে ফ্যানের তার মেরামতের সময়
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (১৬) নামের এক দোকানকর্মচারীর মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন
ছোট আলমপুর উত্তর পাড়ার মো. ফারুক হোসেনের মেজো ছেলে।
স্থানীয় সূত্রে
জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও তুহিন দোকান বন্ধ করে বাড়ি ফিরে
বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলা শেষে রাতের খাবার
খেয়ে ঘুমাতে গেলে দেখে তার ঘরের ফ্যান কাজ করছে না। পরে নিজেই ফ্যানের লাইন
মেরামতের চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের
সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. ফারুক হোসেন
বলেন, “রাতে ঘুমাতে গিয়ে তুহিন দেখে ফ্যান বন্ধ। পরে জানতে পারে তার ছিঁড়ে
পুরো ঘরে বিদ্যুতের সংযোগ ছড়িয়ে আছে। নিজেই ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট
হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।”
দেবিদ্বার
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাঈনউদ্দিন বলেন, “ঘটনাটি শুনেছি, তবে
এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে।”
