কুমিল্লার হোমনায় নানার বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মিনহাজ নামে ৩বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাহের কালমিনা গ্রামে এই ঘটনা ঘটে।
সে ওই গ্রামের আলা উদ্দিনের নাতি ও পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার বুধাইরকান্দি গ্রামের ওমান প্রবাসী মোখলেছুর রহমানের ছেলে।
খোঁজ
নিয়ে জানা গেছে, উপজেলার বাহের কালমিনা গ্রামে নানান বাড়ীতে গত বুধবার
মা'র সাথে বেড়াতে আসে এবং বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের
অজান্তে সে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে
বাড়ির পাশে ডোবায় তার লাশ ভেসে উঠলে, স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেসে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণাকরেন।
বিকালে
মিনহাজকে তার গ্রামের বাড়ী বুদারকান্দিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে
দাফন করা হয়েছে। মিনহাজের মামা নাদিম হোসেন এ সত্যতা জানিয়ে বলেন, সকালে
নাস্তা খাওয়ার সময় সে বাড়ির পাশের ডোবাতে আমাদের অজান্তে পড়ে যায়,
খোজাখুঁজির পর ডোবা থেকে তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার
জানান আমার ভাগিনা মারা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত
চিকিৎসক সৈয়দ আশরাফ নেওয়াজ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু
হয়েছে, শিশুটির নাম মিনহাজ, তিন বছর বয়স।
হোমনা থানার অফিসার ইনচার্জ,
মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বাহের কালমিনায় পানিতে ডুবে একটি শিশুর
মৃত্যুর খবর আমরা শুনেছি ,কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য দিয়ে দেওয়া
হয়েছে।
