চৌদ্দগ্রাম প্রতিনিধি:
জাতীয়
পার্টি'র (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী মো: নাহিদ বলেছেন, নির্বাচন
কবে হবে জানিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ,
বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আমরা যেন ভূমিকা রাখতে পারি। চিওড়া আমার
জন্মভূমি, এই চিওড়া ইউনিয়নের সবাই আমার আত্মার আত্মীয়। আমি গত কয়েকদিন
চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আমি গিয়েছি। সেখানে আমার
চাচা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের প্রতি মানুষের ভালবাসা দেখে
আমি অভিভূত। কনকাপৈতের করপাটি বাজারে একজন বৃদ্ধ ব্যবসায়ী আমাকে সাবেক
প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ২৭ বছর আগের হাতের লেখা দেখায়। একজন
আরেকজনের প্রতি কি পরিমাণ ভালবাসা থাকলে এতো পুরোনো হাতের লেখা সংগ্রহে
রাখতে পারে। আমি কিছু চাইনা। আমি আপনাদের কাছ থেকে আমার চাচার মতোন ভালবাসা
পেতে চাই। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই।
তিনি বৃহস্পতিবার বাদ
মাগরিব চিওড়া কাজীর বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত
ছিলেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ
বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খবির আহমদ মজুমদার, উপজেলা যুবসংতির আহবায়ক
কাজী শহিদ, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মকবুল আহমেদ মীর হোসেন,
মিয়া মেম্বার, সাবু মেম্বার, মোহাম্মদ খোকন, আরজু মিয়া, জহিরুল ইসলাম,
আব্দুর রহমান, হারুন রশিদ, আবুল কালাম, শাহ আলম, রোকন আলী, চিওড়া ইউনিয়ন
যুবসংহতির নেতা আনোয়ার হোসেন, আব্দুল আলী, ইউনিয়ন ছাত্র সমাজের নেতা মকবুল
আহমেদ, আবু তাহের, রিদয় হোসেন, আবু তাহের, নেছার উদ্দিন, মোতালেব হোসেন,
আকতার হোসেন, ছাইদুর রহমান, শাহিন আলম প্রমুখ।
