বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২
কুমিল্লায় শাস্তির পরিবর্তে বাইকারদের হেলমেট দিল সড়ক বিভাগ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:৩৭ এএম আপডেট: ২৩.১০.২০২৫ ২:২০ এএম |


  কুমিল্লায়  শাস্তির পরিবর্তে বাইকারদের হেলমেট দিল সড়ক বিভাগহেলমেট ব্যবহারে সচেতনতা বাড়াতে কুমিল্লায় জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষে শাস্তির পরিবর্তে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর আমতলী এলাকায় অসচেতন মোটরসাইকেল আরোহীদের মাঝে হেলমেট বিতরণ করা হয়। এ সময় প্রায় শতাধিক মোটরসাইকেল আরোহীকে মানসম্মত হেলমেট প্রদান করা হয়।
সওজ কুমিল্লা বিভাগের কর্মকর্তারা এ উদ্যোগে অংশ নেন, আর সার্বিক সহযোগিতা করে কুমিল্লা হাইওয়ে পুলিশ। কর্মকর্তারা জানান, প্রতি বছর জাতীয় সড়ক নিরাপদ দিবসে সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে নানা কর্মসূচি নেওয়া হয়। এরই অংশ হিসেবে এ বছর শাস্তিমূলক পদক্ষেপ না নিয়ে বাইকারদের নিরাপত্তা নিশ্চিত করতে উৎসাহমূলকভাবে হেলমেট বিতরণ করা হয়েছে। এতে আরোহীদের হেলমেট ব্যবহারের অভ্যাস গড়ে উঠবে এবং দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হয়।
এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। “মানসম্মত হেলমেট, নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
এছাড়াও, চালক ও সাধারণ জনগণের মাঝে সড়ক নিরাপত্তা আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় সিনিয়র প্রকৌশলী শফিকুল রহমান, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, কুমিল্লা হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চায় এনসিপি
গণভোট আগে না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. তাহের
কুমিল্লা সদরে এনসিপির সম্ভাব্য প্রার্থী নাভিদ
কুমিল্লায় চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়িদের বিক্ষোভ
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে হাত বেঁধে নির্যাতন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার দু'টি আসনে এলডিপির প্রার্থী ঘোষণা
ছাত্র বলাৎকারের সালিশে মারামারি আহত ৫,
মহাসড়কের কুমিল্লা অংশে বিপদজনক ৮৪টি ইউটার্ন
কুমিল্লার ময়নামতি মৌসুমে বিক্রি হচ্ছে ৪ কোটি টাকার কপি ও টমেটো চারা
হাইওয়ে কুমিল্লা রিজিয়নে ৯ মাসে নিহত ৫২৫ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২