ব্রাহ্মণপাড়া
উপজেলায় গতকাল বুধবার ২২ অক্টোবর চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া সরকারি
প্রাথমিক ও বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস কুমিল্লা কর্তৃক
আয়োজিত নারী সমাবেশে উপস্থিত মা বোনদের সাথে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং,
কিশোর গ্যাং এবং নারী ও শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: নুরুল হক। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আজকে ছাত্র ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ যারা
নিয়মিত লেখাপড়া করবে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করলেই
একদিন বাংলাদেশের কর্ণধার হতে পারবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও
বলেন মাদক বাল্যবিবাহ ও ইটিজিং থেকে দূরে থাকতে হবে একজন ভালো মানুষ হিসাবে
নিজেকে প্রস্তুত করতে হবে। এ সময় জেলা তথ্য অফিসার কর্মসূচি অনুযায়ী
এলাকার বিভিন্ন নারী উপস্থিত ছিলেন।