বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২
সার ও বীজ পেয়ে মুরাদনগরে ৭ হাজার ৩শ’ কৃষকের মুখে হাসির ঝিলিক
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:৩৭ এএম |




ফসল উৎপাদনকে আরও গতিশীল করতে এবং প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে কুমিল্লার মুরাদনগরে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মোট ৭ হাজার ৩০০ কৃষক উপকৃত হবেন।
বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, সুফি আহমেদ ও এখলাসুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান কৃষিকে দেশের অর্থনীতির প্রাণ হিসেবে উল্লেখ করে বলেন, ‘সরকার কৃষকের উন্নয়ন ও ফসল উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে। এই প্রণোদনা শুধু সহায়তা নয়, এটি কৃষকের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন। আমরা চাই, প্রতিটি কৃষক যেন তার জমিতে ভালো ফলন পায় এবং কৃষি আবারও মানুষের সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়।’
অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু কৃষকদের হাতে প্রণোদনার প্যাকেট তুলে দেন এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ ও জমি পরিচর্যার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।
সময়মতো এই সহায়তা পেয়ে কৃষকদের মাঝে স্বস্তি ও আনন্দের বন্যা বয়ে যায়।  মোচাগড়া গ্রামের কৃষক আলমগীর হোসেন বলেন, ‘সার-বীজের দাম অনেক বেড়ে গেছে। এই সরকারি সহায়তা আমাদের মতো প্রান্তিক কৃষকদের জন্য অনেক বড় আশীর্বাদ। এখন আমরা স্বস্তি নিয়ে চাষ করতে পারবো।’
আরেক কৃষক রহিম উদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সময়মতো বীজ-পুষ্টি পেলে ফসলও ভালো হবে। এতে পরিবার চালানোও সহজ হবে। আমরা সরকারের কাছে কৃতজ্ঞ।’ 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চায় এনসিপি
গণভোট আগে না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. তাহের
কুমিল্লা সদরে এনসিপির সম্ভাব্য প্রার্থী নাভিদ
কুমিল্লায় চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়িদের বিক্ষোভ
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে হাত বেঁধে নির্যাতন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার দু'টি আসনে এলডিপির প্রার্থী ঘোষণা
ছাত্র বলাৎকারের সালিশে মারামারি আহত ৫,
মহাসড়কের কুমিল্লা অংশে বিপদজনক ৮৪টি ইউটার্ন
কুমিল্লার ময়নামতি মৌসুমে বিক্রি হচ্ছে ৪ কোটি টাকার কপি ও টমেটো চারা
হাইওয়ে কুমিল্লা রিজিয়নে ৯ মাসে নিহত ৫২৫ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২