কুমিল্লার
চৌদ্দগ্রামে জাতীয় পার্টির সাবেক সভাপতি মরহুম খায়েজ আহমদ ভূঁইয়া,সাবেক
চেয়ারম্যান মরহুম আফজালুর রহমান কামাল, সাবেক ইউপি সদস্য মরহুম আশু
মেম্বারের কবর জিয়ারত ও পরিবারের সাথে কুশল বিনিময় করেন জাতীয় পার্টির
প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ। সোমবার সকালে তিনি আলকরা ইউনিয়নের
লক্ষ্মীপুর বাজারে, পদুয়া, সোনাইচা গ্রামে, বেতিয়ারা, কুলাসার গ্রামে
বিভিন্ন বিভিন্ন স্থানে কৌশল বিনিময় ও প্রচার পত্র বিলি করেন। এ সময় সকলের
উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সবাই সজাগ থাকবেন দেশকে অস্থিতিশীল করতে
ফ্যাসিস সরকারের লোকজন এখনো তাদের দেশবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত
কয়েকদিনে দেশের বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্ষমতা ছেড়ে একবার কেউ
পালিয়ে গেলে তারা আর ফিরে আসে না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়
পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, জাতীয়
যুবসংহতির উপজেলা শাখার আহ্বায়ক কাজী সহিদ, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টি
আহ্বায়ক জহিরুল হক, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মাওলানা সাইউল্লাহ,
আব্দুল আজিজ, ওবায়দুল হক ভূঁইয়া, অহিদুর রহমান, আবু তাহের, আলী হায়দার,
রুহুল আমিন, হাজী আলী হোসেন, নাসির উদ্দিন ভূঁইয়া, আবু তাহের মজুমদার,আবদুল
জলিল, আবু রশিদ, ইউনিয়ন যুব যুবসংহতির নেতা মোতায়ের হোসেন, কিসমত আলী,
রেদোয়ান আহমেদ, ইউনিয়ন ছাত্র সমাজের নেতা মিজানুর রহমান, লিয়াকত হোসেন,
আনোয়ার মিয়া, হৃদয় আহমেদ প্রমুখ।
