কুমিল্লার
মুরাদনগর উপজেলার বাঙ্গরায় পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার (আড়াই বছর)
নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে খেলার ফাঁকে পরিবারের
সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়রা আক্তার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের মেয়ে।
স্থানীয়
ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শিশু হুমায়রা বাড়ির উঠানে
খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের নজর এড়িয়ে সে বাড়ির পাশে থাকা
পুকুরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের
সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজের পর তারা শিশুটিকে পুকুরের
পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে
পুকুর থেকে উদ্ধার করে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা
করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খেলার ছলে এমন
একটি দুর্ঘটনা মেনে নিতে পারছেন না কেউই।
বাঙ্গরা বাজার থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের
কাছে হস্তান্তর করা হয়েছে।
