কুমিল্লার লালমাইয়ে বসতঘরের শয়নকক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন এক প্রবাসীর গলা কাঁটা লাশ উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ ।
সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, দীর্ঘ সময় একাকীত্ব থাকার কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়ে ধারালো ছুরি দিয়ে নিজে নিজের গলা কেটে আত্মহত্যা করেন তিনি।
নিহত ওই ব্যাক্তির নাম মোঃ ফরিদ উদ্দিন (৫৩)। তিনি একই গ্রামের আলী মিয়ার ছেলে। ব্যাক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
নিহত
মোঃ ফরিদ উদ্দিনের ভাতিজা আব্দুর রহিম বলেন, আমার চাচা দীর্ঘ ২০ বছর
প্রবাসে ছিলেন। বিগত ১৫ বছর পূর্বে তিনি প্রবাস থেকে দেশে ফিরে আসেন। দেশে
আসার পর থেকে তাহার মানসিক অবস্থা ঠিক ছিল না। তিনি কারো সাথে তেমন
কথাবার্তা ও চলাফেরা করতেন না। দীর্ঘ সময় একাকীত্ব থাকার কারণ মানসিকভাবে
ভেঙ্গে পড়ে তিনি ধারালো ছুরি দিয়ে নিজে নিজের গলা কেটে তার শয়নকক্ষে
আত্মহত্যা করেন। সকালের নাস্তা দেওয়ার জন্য গেলে শয়নকক্ষের দরজা ভিতর থেকে
বন্ধ দেখে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় বিছানায় পড়ে
থাকতে দেখি।
লালমাই থানার অফিসার ইনচার্জ মো : শহীদুল ইসলাম বলেন,
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
