নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা নগরীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণিপেশার মানুষ বিভাগ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ মহাসমাবেশে অংশগ্রহণ করেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে মহাসমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ সমাবেশ প‚বালী চত্বর প‚র্ণ হয়ে ছড়িয়ে পড়ে লিবার্টি চত্বর, রানীরবাজার সড়ক, পুলিশ লাইন সড়ক ও টমছম ব্রিজ সড়কে।
সমাবেশে অংশ নেওয়া মানুষদের হাতে ছিল “কুমিল্লা নামে বিভাগ চাই” লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা। কুমিল্লা নামেই বিভাগ চাই এবং তুমি কে, আমি কে কুমিল্লা” নানা ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল, প্রকম্পিত হয় আশপাশের এলাকাও।
এদিন মহাসমাবেশে অংশ নিতে কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের উদ্যোগে নেওয়া হয় এক ব্যতিক্রমী কর্মস‚চি। মহানগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও শপিংমল প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। ব্যবসায়ী থেকে শ্রমিক-সবাই দল মত নির্বিশেষে সমাবেশে যোগ দিয়ে কুমিল্লা বিভাগের দাবিতে একাত্মতা জানান।প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক সমাবেশে।
এছাড়া সমাবেশে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর সমিতিসহ কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মহাসমাবেশে বক্তারা আশা প্রকাশ করেন- কুমিল্লা বিভাগ বাস্তবায়নের মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বক্তারা বলেন, কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কুমিল্লাবাসীর প্রাণের দাবি। এ দাবির পক্ষে জনসমর্থনের এই ঢল ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এসময় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জামাল আহমেদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর এমদাদুল হক মমামুন, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা প্রেস ক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, দক্ষিণ জেলা বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর হেফাজতে ইসলামের সেক্রেটারি ও জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা মুন্নীরুল ইসলাম কাসেমী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভ‚ঁইয়া, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ ইব্রাহিম, অনলাইন এক্টিভিস্ট মোঃ সাইফুদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, মহানগর শিবিরের সভাপতি হাসান আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শওকত আলী বকুল, মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল মু. মাহবুবর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক খলিলুর রহমান বিপ্লব, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহবায়ক জিএম সামদানী, স্বেচ্ছাসেবক দল নেতা সালমান সাঈদ, যুবনেতা জাবের আহমেদ, যুবদল নেতা আসিফ বিল্লাহ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়াজ রশীদ প্রিমু, সাবেক ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি জোবায়ের আলম জিলানী, সিনিয়র সহসভাপতি সোলেমান মুন্সী সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, এনসিপি নেতা এসবি জুয়েলপ্রমুখ।
এছাড়া সমাবেশে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর সমিতিসহ কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।