ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামে জান্নাত আক্তার সাবা (১৫) নামে এক
কিশোরী মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। গত ১৭ অক্টোবর (শুক্রবার)
দুপুরে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু হয়। মৃত জান্নাত আক্তার সাবা
ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার আবুল কাশেমের মেয়ে।
জানা
যায়, জান্নাত আক্তার সাবা স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়া করত।
ঘটনার দিন (১৭ অক্টোবর) সকালে জান্নাত আক্তার সাবার মা রাশিদা বেগম
লেখাপড়ার বিষয়ে মেয়েকে চাপ প্রয়োগ করে। পরবর্তীতে জান্নাত আক্তার সাবা,
মায়ের কথায় অভিমান করে সবার অগোচরে বসত ঘরের দরজা জানালা বন্ধ করে সকাল ১০
ঘটিকায় ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরবর্তিতে
পরিবারের লোকজন সাবাকে দরজা খোলার জন্য ডাকাডাকি করে। পরে তার সাড়া শব্দ
না পেয়ে জানাল দিয়ে দেখতে পায় সে ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ি দিয়ে গলায়
ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।
পরে তার ডাকচিৎকারে বাড়ীর লোকজন উপস্থিত
হয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেয়। কর্তব্যরত পুলিশ অফিসার এস আই
জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে
ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
