কুমিল্লায়
র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করা
হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জেলার কোতয়ালী থানার জগন্নাথপুর
এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে
র্যাব-১১।এছাড়াও পৃথক আরেক অভিযানে সদর দক্ষিণ উপজেলার নোয়াগাঁও এলাকা
থেকে ৫০ বোতল স্কাফ সিরাপ ও সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল কোতয়ালী
থানার জগন্নাথপুর এলাকায় তল্লাশি অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকারে করে
মাদক পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়। তারা হলো জেলার কোতয়ালী থানার
শরিফপুর গ্রামের মো. রশিদের পুত্র মো. আরিফ (২৮),একই থানার পাথুরিয়াপাড়া
গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র মো. ইমান হোসেন (৫৯),ফেনী সদর থানার
লালপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের পুত্র মো. রনি (২৮)।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে প্রাইভেটকারে
দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের
অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১১ এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর
সাদমান ইবনে আলম জানান, র্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী
এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, গত এক বছরে র্যাব-১১ কুমিল্লা
অঞ্চলে বিভিন্ন অভিযান পরিচালনা করে ২১৫ জন চাঞ্চল্যকর অপরাধী, ৪২০ জনের
বেশি মাদককারবারী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, ৮৭ জন ধর্ষণ মামলার
আসামিসহ মোট প্রায় ৪৯৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এসব অভিযানে বিপুল
পরিমাণ মাদক, ১০৬টি অস্ত্র ও ১৩৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কুমিল্লা
জেলায় র্যাবের ধারাবাহিক এই মাদকবিরোধী অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ও
আশাবাদের সঞ্চার করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
