
বর্তমান
নির্বাচন কমিশনকে একটা স্বৈরাচার কমিশন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা দেখতে
পাচ্ছি এ নির্বাচন কমিশন আউয়াল কমিশন থেকেও আরো ঘৃণ্য, বাজে নিচু স্তরের
সিদ্ধান্ত নিচ্ছে। এর আগে ছিল নুরুল হুদা কমিশন। নুরুল হুদা কমিশনের যে
জুতার মালার ছবিটা আগারগাওয়ে সবচেয়ে বড় করে ছাপিয়ে টাঙিয়ে দিতে হবে। এমন
একটা ভাস্কর্য লাগানো উচিত যে দায়িত্ব অবহেলা করলে এই ধরণের পরিণতি হয়।
আমাদের প্রধান নির্বাচন কমিশন একটা স্পাইনলেস কমিশন। আজ শুক্রবার (১০
অক্টোবর) রাত ৮টার দিকে দেবিদ্বার উপজেলার ধামতীর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের
চৌধুরী বাড়ি ও ওসমানের বাড়ি যৌথ উদ্যোগে আয়োজিত উঠানে রাজনীতির একটি উঠান
বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এনসিপির এ নেতা আরও
বলেন,নির্বাচন কমিশন তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেননা । সিদ্ধান্ত
আমরা স্পষ্টত তো দেখতে পাচ্ছি, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা
এক্সটার্নাল ফোর্স দ্বারা তারা প্রভাবিত হচ্ছে। আমরা শাপলা মার্কা নিয়েই
নির্বাচন করব, শাপলা কেউ ঠেকাতে পারবেনা, নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই ‘
নির্বাচন কমিশনের যে দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তার
দায়িত্ব যথযথ ভাবে পালন করছে না। তাদের রিমোট কন্ট্রোল অন্য জায়গায় থেকে
পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালনা হওয়ার কথা ছিল,
কিন্তু সেখান থেকে পরিচালনা করা হচ্ছে না। এটার রিমোট কন্ট্রোল অন্য জায়গায়
রয়েছে। নির্বাচন কমিশন বলছে ‘শাপলা কেন দিবে না তারা তার ব্যাখ্যা দিবে
না, তাহলে দেখব নির্বাচনের আগে একদল ব্যালট ছেপে ভোট কাটবে, তার ব্যাখ্যা
চাওয়া হলেও তারা বলবে আমরা তার ব্যাখ্যা দেব না। হাসনাত আব্দুল্লাহ
নির্বাচনকে উদ্দেশ্যে করে বলেন, আপনারা যারা এখানে আছে আপনারা বাংলাদেশ
পন্থী হয়ে, জনগণ পন্থি হয়ে ও আইন মেনে সিদ্ধান্ত নিবেন। একটি সাংবিধানিক
প্রতিষ্ঠান কখনোই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারে না।
আমরা দেখছি
কয়েকটি রাজনৈতিক দল থেকে আমরা যাতে শাপলা প্রতীক চাওয়া থেকে আমরা যেন
পিছিয়ে আসি সে জন্য হুমকি ধামকি দেওয়া হচ্ছে। শাপলা জাতীয় প্রতীক হওয়ার
কারণে যদি রাজনৈতিক প্রতীক হিসেবে না দেওয়া যায় তাহলে ধানেরশীষকে বাতিল
করতে হবে, কারণ ধানেরশীষ জাতীয় প্রতীকে রয়েছে এ প্রতীকও বাতিল করতে হবে।
নির্বাচন কমিশন একটা দ্বিচারিতা সিদ্ধান্ত নিয়েছে, যদি শাপলা না দেয় এই
নির্বাচন কমিশনের আমাদের নিবন্ধনের কোন প্রয়োজন নাই। আমাদের এই জাতীয়
নাগরিক পার্টি বিপ্লবী ফোর্স হিসাবে আমাদের বিপ্লবের অসম্পূর্ণ কাজ আমরা
সম্পূর্ণ করব।
