জাতীয়
স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া
প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণকে কেন্দ্র করে উৎসবের আমেজ দেখা
গেল কুমিল্লার মুরাদনগর উপজেলায়। গতকাল বুধবার বিকেলে উপজেলা কবি নজরুল
মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপ‚র্ণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয়ী ও অংশগ্রহণকারী
শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
আবদুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত
খেলাধুলা করা জরুরি। এটি কেবল শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক নয়, বরং
শিক্ষার্থীদের মধ্যে শৃংখলা, নেতৃত্ব এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি
করে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং
ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের প্রতিশ্রæতি দেন।
বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) সাকিব হাছান খাঁন। তিনি
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই, কিন্তু
অংশগ্রহণের মধ্য দিয়েই একজন শিক্ষার্থীর মনোবল দৃঢ় হয়। আজকের দিনের
শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে।
সহকারী শিক্ষক মো.
নজরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুরাদনগর
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খাঁন, একাডেমিক সুপারভাইজার
কোহিনুর বেগম, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড.
মনিরুজ্জামান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, রামচন্দ্রপুর
রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, নুরুন্নাহার বালিকা
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা হাছিনা আক্তারসহ উপজেলার বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উপস্থিত শিক্ষক
নেতারা প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চায় উৎসাহিত করার প্রত্যয়
ব্যক্ত করেন। পুরস্কার বিতরণীর পর বিজয়ী ছাত্রছাত্রীবৃন্দ তাদের অনুভ‚তি
প্রকাশ করে।
এই সফল আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
