মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২
কেন্দ্র দখল, সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন জরুরি-দ্বীন মোহাম্মদ
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১:১০ এএম আপডেট: ০৭.১০.২০২৫ ২:০৪ এএম |


 কেন্দ্র দখল, সন্ত্রাস ও দুর্নীতি  বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন  জরুরি-দ্বীন মোহাম্মদ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক জরুরি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মহানগর কার্যালয়ে এ বৈঠক হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বৈঠকে মহানগর নায়েবে আমীর ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, কর্মপরিষদ সদস্য ও খাগড়াছড়ি-২৯৮ আসনের প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ মোশারফ হোসাইন, আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, অধ্যাপক জাকির হোসেন, এডভোকেট নাছির উদ্দিন মোল্লা, যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ ও শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে আমীরে জামায়াত নির্বাচন,(যা প্রতি তিন বছর পরে হয়)
জাতীয় নির্বাচনে পিআর (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরড়হ) ভিত্তিক নির্বাচন ব্যবস্থার দাবি, পাঁচদফা বাস্তবায়নে আন্দোলন জোরদার, বিক্ষোভ মিছিল, গোলটেবিল বৈঠক আয়োজন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “যারা পিআর পদ্ধতি চায় না, তারা অনিয়ম করতে চায়। কেন্দ্র দখল, সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের সনদ বাস্তবায়ন, মানবতাবিরোধী অপরাধে স্বৈরাচারীদের বিচার এবং ১৪ দলসহ স্বৈরাচারের দোসরদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দেশের স্থায়ী রাজনৈতিক সমাধান ও জনগণের প্রকৃত ভোটাধিকার নিশ্চিতের একমাত্র পথ হলো পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা।”
বৈঠকে নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি জোরদার করা ও জনগণের মাঝে পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরার আহ্বান জানানো হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চান্দিনার জোয়াগে বসতবাড়িতে অগ্নিকাণ্ড
মেজর এম এ গণির ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই
দাউদকান্দিতে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লাকসামে দোলার প্রচারণায় হামলা
সেই সড়কের সংস্কার কাজ শুরু
কুমিল্লায় স্বস্তি ফিরছে সবজির দামে
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
কুমিল্লা মেডিকেল ও ঢাকার বাসায় গিয়েও আহত দোলার দেখা পাননি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২