ঢাকা-চট্রগ্রাম
মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ গাড়ি পার্কিং
করে যাত্রী উঠানো এবং নামানোর অভিযোগে পাঁচটি বাস আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন দাউদকান্দি হাসানপুর
আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান চালানো হয়। শনিবার (৪ অক্টোবর) দুপুরে
দাউদকান্দি আর্মি ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, শুক্রবার বিকালে মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে কয়েকটি বাস
দাঁড়িয়ে থাকায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে সেনাবাহিনীর
একটি অভিযানিক দল পাপিয়, একতা, রূপালী, তিশা ও লাব্বাইক নামের পাঁচটি বাস
আটক করে। কাগজপত্র যাচাই করে দেখা যায় আটককৃত প্রত্যেকটি বাস সড়কে চলাচলের
অনুপযোগী। আটক গাড়ীগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।