কুমিল্লা-সিলেট
আঞ্চলিক মহাসড়কে একটি পণ্যবাহি ট্রাক বিকল হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি
হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা।
মঙ্গলবার
(৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার পৌরসভা এলাকার
ফুলতলা এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় এ যানজটের স‚ত্রপাত হয়।
এতে মহাসড়কের দুই লেনে অন্তত ১০ কিলোমিটারের মতো যানজট সৃষ্টি হয়েছে। এসময়
অনেক যাত্রীদের পায়ে হেটে গন্তব্যে যেতে দেখা গেছে।
স্থানীয়রা জানান,
মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের ফুলগাছতলা এলাকায় একটি মালবাহী ট্রাক
বিকল হয়ে পড়ে। এতে ধীরে ধীরে যানজট বৃদ্ধি পেয়ে প্রায় ১০ কিলোমিটারের মতো
এলাকা পর্যন্ত ছড়িয়ে যায়। তবে দুপুরের পর যানজট কমে আসলে সড়ক যানবাহন চলাচল
স্বাভাবিক হয়।
যানজটে অতিষ্ঠ মানুষজন জানান, কুমিল্লায় যাব, দেড় ঘন্টা
ধরে বাসে বসে আছি। কিন্তু কোন গাড়ি সরছে না, কখন এ সড়ক স্বাভাবিক হয়
জানিনা। শুনেছি সামনে নাকি একটি ট্রাক বিকল হয়ে সড়কে পড়ে আছে ওটা না সরালে
সড়ক স্বাভাবিক হবে না।
মিরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, ফুলগাছতলা এলাকায় সড়কের অবস্থা বেহাল
খানাখন্দে ভরা। এ সড়কের ওপর হঠাৎ একটি ট্রাক বিকল হয়ে পড়লে এতে যানজটের
সৃষ্টি হয়। পুলিশ সেই ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি দ্রæত বিকল
সেই ট্রাক উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।