কুমিল্লা
সরকারি কলেজ ছাত্রদলের ৮০-৯০ দশকের কিংবদন্তি ছাত্রনেতা,নির্বাচিত সাবেক
ভিপি,পরবর্তীতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক-সভাপতি, শহর বিএনপি"র সাবেক
সাধারণ সম্পাদক, সর্বশেষ কুমিল্লা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক
মরহুম মো:জসীমউদ্দিন এর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির নেতা ড.
শাহ মো:সেলিম।৮০-৯০ দশকের ছাত্র যুব সংগঠক জেলা বিএনপির সাবেক সাংগঠনিক,
যুগ্ন সম্পাদক প্রতিষ্ঠাকালীন বিএনপির অন্যতম সংগঠক,দেশে নেত্রী খালেদা
জিয়ার স্নেহধন্য অনুসারী ড.শাহ সেলিম জসীমের মৃত্যুতে বিএনপি’র স্বচ্ছ
ধারার রাজনীতির এক অপূরণীয় ক্ষতি হয়েছেন বলে মন্তব্য করেন।
তিনি তাঁর
স্মৃতিচারণে বলেন-বৃহত্তর কুমিল্লা জেলার রাজনীতিতে শহীদ জিয়ার আদর্শের
অনুসারী তার প্রয়াত যুব নেতা আলাউদ্দিন সহ এ পরিবারের সকলেই দলের দু:সময়ে
দলকে করেছে সংগঠিত। আজ কৃতজ্ঞতা চিত্তে তা স্মরণ করি।মরহুম জসীম ছিলো
কুমিল্লার রাজনীতিতে স্বমহিমায় প্রস্ফুটিত একজন জাতীয়তাবাদী আদর্শের
সৈনিক-যিনি জীবনের শেষদিন পর্যন্ত দলকে করেছে মহিমান্বিত। আমি তাঁর শোক
সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।