আগের
ম্যাচে ফিফটি তুলে দলকে জিতিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬০ ইনিংস পর
টি-টোয়েন্টিতে সেটি ছিল মোসাদ্দেকের প্রথম ফিফটি। এরপর বল হাতেও তুলে নেন
এক উইকেট। দ্বিতীয় ম্যাচেও একই পারফরমেন্সের ধারাবাহিকতায় মোসাদ্দেক।
ঢাকা
বিভাগের এই অলরাউন্ডার রবিবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের বিপক্ষে বল হাতে
আলো ছড়িয়েছেন। মাত্র ১৯ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের স্কোরবোর্ড লাগাম টেনে
ধরেছিলেন মোসাদ্দেক।
তার দারুণ বোলিংয়ে সিলেট ১৩৪ রানের বেশি করতে
পারেনি। জবাবে ঢাকার ওপেনার আশিকুর রহমান শিবলীর ঝড়ো ব্যাটিংয়ে স্রেফ উড়ে
যায় সিলেট। ৩ ওভার হাতে রেখে ৯ উইকেটে জয় পায় ঢাকা বিভাগ। তিন ম্যাচে এটি
ঢাকা বিভাগের দ্বিতীয় জয়। একটি ম্যাচে তারা পয়েন্ট ভাগাভাগি করেছে।
অন্যদিকে সিলেটের এটি প্রথম হার।
সিলেটের দুই ব্যাটসম্যান আসাদুল্লাহ
গালিব ও অমিত হাসান ফিফটির দেখা পেয়েছেন। দুজনই সমান ৫২ রান করেছেন৷ এর
বাইরে রেজাউর রহমান রাজা কেবল ১৫ রান করেন৷ বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেও
যেতে পারেননি। মোসাদ্দেক এর ৩ উইকেট বাদে ২টি করে উইকেট নেন শুভাগত হোম ও
মাহফুজুর রাব্বি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আশিকুর ঝড় তোলেন। ছয়টি চার ও
তিনটি ছক্কায় ৩৯ বলে ৬০ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। তাকে থামান নাঈম
হোসেন। আরেক ওপেনার রাফসান ৪৬ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২৬ রানে
অপরাজিত ছিলেন আরিফুল ইসলাম। বেশ দাপট দেখিয়ে সিলেটের বিপক্ষে ঢাকা বিভাগ
জিতেছে। সিলেট পরে বদলা নিতে পারে কি-না সেটাই দেখার।