সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২
এবার বোলার মোসাদ্দেক জেতালেন ঢাকাকে
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ২৯.০৯.২০২৫ ১:৫১ এএম |







 এবার বোলার মোসাদ্দেক জেতালেন ঢাকাকে

আগের ম্যাচে ফিফটি তুলে দলকে জিতিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬০ ইনিংস পর টি-টোয়েন্টিতে সেটি ছিল মোসাদ্দেকের প্রথম ফিফটি। এরপর বল হাতেও তুলে নেন এক উইকেট। দ্বিতীয় ম্যাচেও একই পারফরমেন্সের ধারাবাহিকতায় মোসাদ্দেক। 
ঢাকা বিভাগের এই অলরাউন্ডার রবিবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন। মাত্র ১৯ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের স্কোরবোর্ড লাগাম টেনে ধরেছিলেন মোসাদ্দেক।  
তার দারুণ বোলিংয়ে সিলেট ১৩৪ রানের বেশি করতে পারেনি। জবাবে ঢাকার ওপেনার আশিকুর রহমান শিবলীর ঝড়ো ব্যাটিংয়ে স্রেফ উড়ে যায় সিলেট। ৩ ওভার হাতে রেখে ৯ উইকেটে জয় পায় ঢাকা বিভাগ। তিন ম্যাচে এটি ঢাকা বিভাগের দ্বিতীয় জয়। একটি ম্যাচে তারা পয়েন্ট ভাগাভাগি করেছে। অন্যদিকে সিলেটের এটি প্রথম হার।
সিলেটের দুই ব্যাটসম্যান আসাদুল্লাহ গালিব ও অমিত হাসান ফিফটির দেখা পেয়েছেন। দুজনই সমান ৫২ রান করেছেন৷ এর বাইরে রেজাউর রহমান রাজা কেবল ১৫ রান করেন৷ বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেও যেতে পারেননি। মোসাদ্দেক এর ৩ উইকেট বাদে ২টি করে উইকেট নেন শুভাগত হোম ও মাহফুজুর রাব্বি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আশিকুর ঝড় তোলেন। ছয়টি চার ও তিনটি ছক্কায় ৩৯ বলে ৬০ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। তাকে থামান নাঈম হোসেন। আরেক ওপেনার রাফসান ৪৬ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২৬ রানে অপরাজিত ছিলেন আরিফুল ইসলাম। বেশ দাপট দেখিয়ে সিলেটের বিপক্ষে ঢাকা বিভাগ জিতেছে। সিলেট পরে বদলা নিতে পারে কি-না সেটাই দেখার।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
‘কুমিল্লা’ নামেই বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে অর্ন্তবর্তি সরকার
হিন্দু-মুসলিম সম্প্রীতির কুমিল্লা গড়তে চাই- হাজী ইয়াছিন
চৌদ্দগ্রামের সীমান্ত দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে আসা যাওয়ায় আটক ৩
কুমিল্লার সীমান্তের ১৬১ টি পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবি
শারদীয় দুর্গোৎসবেরআজ মহাসপ্তমী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নামেই বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার
বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন সমাধান না বিপর্যয়
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সুমন সাধারণ সম্পাদক ওয়াসিম
গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২