বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে
যাচ্ছে আগামী ৬ অক্টোবর। তার আগে চলছে তফসিলের কাজ। গতকাল সকাল ১০টা হতে
বিকেল ৫টা পর্যন্ত ছিল পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণ। আজ
রোববার সকাল থেকে চলেছে মনোনয়ন জমার কাজ, শেষ হয়েছে বিকেলে।
যেখানে
আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, তামিম ইকবালরা নিজেদের পরিচালক
পদের মনোনয়ন জমা দিয়েছেন। এর আগে গতকাল সারাদিনে তিন ক্যাটাগরি থেকে
নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন কাউন্সিলর। পরে আজ সারাদিনে
সবমিলিয়ে মনোনয়ন জমা পড়েছে ৫১টি।
এর মধ্যে ক্যাটাগরি ১ থেকে (জেলা
বিভাগ) জমা পড়েছে ১৫টি মনোনয়ন। যেখানে দেখা গেছে খুলনা থেকে ২টি মনোনয়ন জমা
পড়েছে। এই বিভাগ থেকে দুজন পরিচালক হবেন। ফলে আব্দুর রাজ্জাক এবং জুলফিকার
আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা বিভাগ থেকে পরিচালক হতে যাচ্ছেন।
সিলেট বিভাগ থেকে জমা পড়েছে ১টি, ফলে রাহাত শামস হতে যাচ্ছেন সিলেটের নতুন
পরিচালক।
এদিকে বরিশাল বিভাগ থেকেও মনোনয়ন জমা পড়েছে ১টি। ফলে সাখাওয়াত
হোসেন হতে যাচ্ছেন এই বিভাগের নতুন পরিচালক। চারজনের জমা দেওয়া মনোনয়ন বৈধ
হলেই কেবল বিসিবির পরিচালক হয়ে যাবেন তারা। এছাড়া রাজশাহী বিভাগ থেকে ৪টি,
রংপুর বিভাগ থেকে ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৪টি, এবং ঢাকা বিভাগ থেকে ৩টি
করে মনোনয়ন জমা পড়েছে।
ক্যাটাগরি ২ থেকে (ঢাকার ক্লাব) ৩০টি মনোনয়ন জমা
পড়েছে। ক্যাটাগরি ৩ থেকে জমা পড়েছে ৩টি মনোনয়ন। এর আগে গতকাল ক্যাটাগরি ১
(জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫
জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন করে
মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া
ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩ জন।