শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২
এনসিএল টি-টোয়েন্টি: শান্ত-সোহানের ঝড়ে রাজশাহীর জয়
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৬ এএম আপডেট: ২৭.০৯.২০২৫ ২:১৭ এএম |


 এনসিএল টি-টোয়েন্টি: শান্ত-সোহানের ঝড়ে রাজশাহীর জয়

বৃষ্টি বিঘ্নতায় থেমে থাকা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি অবশেষে আজ শুক্রবার থেকে সিলেটে ফিরলো রঙিন আবহ নিয়ে। আর ফিরেই পেলো রোমাঞ্চে ভরা এক ম্যাচ। যেখানে সৌম্য সরকার ও আফিফ হোসেনের দারুণ ফিফটি হার মানলো রাজশাহীর নাজমুল হোসেন শান্ত-হাবিবুর রহমান সোহানের ঝড়ের কাছে।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটের দাপুটে জয়ে মাঠ ছাড়ে রাজশাহী বিভাগ। খুলনার করা ১৭১ রানের বড় সংগ্রহকেও তারা পরিণত করেছে মামুলি টার্গেট।
টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার ইনিংস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। স্কোরবোর্ডে মাত্র ১৩ রান, আর ততক্ষণে সাজঘরে তিন ব্যাটার! এমন বিপর্যয়ে যখন হতাশা ঘনাচ্ছে, তখন ভরসা জুগিয়েছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন।
চতুর্থ উইকেটে এই দুজন গড়লেন ৭২ বলে ১১৭ রানের বিশাল জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সৌম্য হাঁকান চারটি ছক্কা আর ছয়টি চার, খেলেন ৩৪ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস। তবে শান্তর বলেই তার বিদায় ঘটে। অন্যপ্রান্তে আফিফও পৌঁছান অর্ধশতকে—৪৫ বলে ৫০ রান করে শফিকুল ইসলামের বলে আউট হন তিনি।
শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও নাহিদুল ইসলাম চেষ্টা করলেও বড় কোনো ঝড় তুলতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে খুলনার সংগ্রহ থামে ৭ উইকেটে ১৭১ রানে।
খুলনার ইনিংস শেষ হওয়ার পর ম্যাচের আসল গল্প লেখা শুরু হয় রাজশাহীর ওপেনারদের ব্যাটে। শান্ত ও সোহান যেন আগুনে ঝড় তুললেন। উদ্বোধনী জুটিতেই ১২.৪ ওভারে দলকে পৌঁছে দেন ১৪৮ রানে!
সোহান ছিলেন সবচেয়ে বিধ্বংসী। মাত্র ৪৫ বলে ১০ চার ও ৬ ছক্কার ফোয়ারায় খেললেন ৯৪ রানের দুর্দান্ত ইনিংস। সেঞ্চুরির পথে মাত্র ৬ রান দূরে থাকতে থামতে হয় তাকে। তবে তার ব্যাটিংয়েই জয় নিশ্চিত হয়ে গিয়েছিল অনেক আগেই।
অপরপ্রান্তে নাজমুল হোসেন শান্ত খেললেন স্বস্তিদায়ক অথচ কার্যকর ইনিংস। ৩৯ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬৫ রানে। সাব্বির হোসেন ২ রানে ফিরলেও শান্ত দলকে ২৩ বল হাতে রেখেই জয় এনে দেন।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা: ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ (সৌম্য ৬৩, আফিফ ৫০)।
রাজশাহী: ১৭.১ ওভারে ২ উইকেটে ১৭২ (সোহান ৯৪, শান্ত ৬৫*)
ফল: ৮ উইকেটে রাজশাহীর জয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগরে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ
ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
মুক্তি পাচ্ছে আলো সাহা আল্পনার মৌলিক গানের মিউজিক ভিডিও ‘মন তবু তোমাকে চায়’
৫ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে যৌথ চেকপোস্ট অভিযান
কুমিল্লায় লাউ চাষে সফল দুই গ্রামের তিন কৃষক
এদেশের মানুষের ইজ্জত, সম্মান আমানত একমাত্র তারেক রহমানের কাছে নিরাপদ- ড. রশিদ আহমেদ হোসাইনী
ডোবার পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু
পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন কুমিল্লার তমাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২