স্টাফ
রিপোর্টার: সোমবার ২১ জুলাই বিকালে কুমিল্লা সংরাইশে মানবিক সহায়তা
কর্মসূচীর অংশ হিসেবে এবি পার্টির আয়োজনে ১৬নং ওয়ার্ডের প্রায় সুবিধাবঞ্চিত
পরিবারকে ০৫ কেজি করে চাউল দেওয়া হয়। বিনামূল্যে ০৫ কেজি চাউল পাওয়া
ওয়ার্ডের বাসিন্দা হনুফা আক্তার জানান, এই চাউল আমাগো পরিবারের অনেক উপকার
হইছে, এবি পার্টির সবাইরে ধন্যবাদ জানাই।
১৬নং ওয়ার্ড সমন্বয়ক দেলোয়ার
হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই চাউল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা মহানগরের আহবায়ক গোলাম মুহা. সামদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল
কাইয়ুম ভূঁইয়া মুকুল এবং যুগ্ম সদস্য সচিব আব্দুস সালাম শাহিন, ১৭নং ওয়ার্ড
সম্বনয়ক হাফেজা বেগম, ১৫নং ওয়ার্ড সদস্য সচিব মিজানুর রহমান। এছাড়াও
উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড যুগ্ম সদস্য সচিব আজিজুল পারভেজ, রাসেল আহমেদ,
১৬ নং ওয়ার্ড সমন্বয়ক দেলোয়ার হোসেন, ফারুক আহমেদ, ইমতিয়াজ, বাপ্পি, নাসির
হোসেন সহ আরও অনেকে।