বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ফারুকী হাউজস্থজামায়াত কার্যালয়ে বিকাল সাড়ে ৫ টার দিকে দোয়ার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ সভাপতিত্বে মহানগরী
সেক্রেটারি মু.মাহবুবর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মু. কামারুজ্জান সোহেল,দপ্তর সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, মাওলানা লুৎফুর রহমান খান মাসুম প্রমুখ।