কুমিল্লার
ধর্মপুরের মাদক ও গুলিসহ পলাশ নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার ভোরে শহরতলীর ধর্মপুর থেকে পলাশকে আটক করা হয়। পলাশ (৩০) ধর্মপুর
এলাকার আবিদ আলীর ছেলে। এসময় তার হেফাজতে থাকা ৩৫ গ্রাম গাঁজা, ২টি শর্টগান
কার্তুজ, ৩টি পিস্তল ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তল গুলি ও একটি অ্যান্ড্রয়েড
মোবাইল জব্দ করা হয়। সেনাবাহিনী জানায় অভিযান চলাকালে তার ভাই মোঃ
শাহজাহান পালিয়ে পালিয়ে যায়। তাকেও আটকে অভিযান চলমান রয়েছে।
কুমিল্লার
সদর সেনা ক্যাম্পের সূত্র জানায়, পালিয়ে যাওয়া শাহজাহান কুমিল্লার সাবেক
সংসদ সদস্য বাহারের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের
সক্রিয় সমর্থক হিসেবে ধর্মপুর এলাকায় পরিচিত ছিলেন। আটক হওয়া পলাশের ভাই
শাহজাহান। অভিযানে উদ্ধারকৃত গোলাবারুদগুলো তাদের বসতবাড়ির গোয়াল ঘরের ছাদ
থেকে উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রমতে, এসব গুলি ও ম্যাগাজিন মূলত পলাতক মোঃ শাহজাহানের মালিকানাধীন।
বিশেষ
নিরাপত্তা সংস্থা থেকে আরও জানা যায়, মোঃ শাহজাহান এখনো একটি পিস্তল ও
একটি শর্টগানসহ কুমিল্লা জেলার কোনো স্থানে আত্মগোপনে রয়েছেন এবং যেকোনো
সময় অস্ত্র ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আটক হওয়া আসামির
বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে কোতোয়ালি মডেল
থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।