"গত
১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার বিএনপিকে তার সাংবিধানিক ও
রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে" -এমন মন্তব্য করেছেন বাংলাদেশ বার
কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার আইনজীবী ও
বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, "এই দীর্ঘ
সময়ে বিএনপির ওপর চালানো হয়েছে অবিচার, অত্যাচার, দমন-নিপীড়ন। বিএনপিকে
রাজনৈতিকভাবে নির্মূল করতে সরকারের নির্দেশনায় বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার
চালানো হয়েছে।"
ব্যারিস্টার মামুন আরও বলেন, "সম্প্রতি ঢাকায় একটি
হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘটিত দু’পক্ষের মারামারিকে ভিন্নখাতে প্রবাহিত
করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙচুর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানকে নিয়ে অশালীন ও অপমানজনক ভাষায় গালিগালাজ করা হয়েছে। এই ঘটনা
উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলকভাবে একটি বিভ্রান্তি তৈরির চেষ্টা
মাত্র।"
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "জনগণের শক্তির কাছে এসব
ষড়যন্ত্র একসময় ভেঙে পড়বে। আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই
বিএনপি জনগণের সরকার গঠন করবে। আর সেই পথকে রুদ্ধ করতেই আজ নানা ধরনের
চক্রান্ত চালানো হচ্ছে।"
তিনি আরও বলেন, "গোপালগঞ্জে এনসিপি
নেতাকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা গণতন্ত্রের জন্য
লজ্জাজনক। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার
দাবি করছি।"
বক্তব্যে ব্যারিস্টার মামুন বিএনপির সর্বস্তরের
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "জনগণের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলুন।
মাঠে থাকুন। এই সরকারকে বিদায় করতে হলে দলীয় ঐক্যের বিকল্প নেই।"
শুক্রবার
বিকেলে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি থেকে
মনোনয়নপ্রত্যাশী হিসেবে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ব্রাহ্মণপাড়া
উপজেলার মোকাম ইউনিয়নের ভাড়াইল গ্রামের প্রবাসী মো. আক্তার হোসেনের বাড়ির
আঙিনায় আয়োজিত প্রতিবাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা ও সাবেক সহসভাপতি হাজী
আলী আজ্জম, সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক
সম্পাদক মো. এনায়েত করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাবেক
ইউপি চেয়ারম্যান হাজী মো. জয়নাল আবেদীন, মো. হুমায়ূন কবির খান, এমরান
হোসাইন মাস্টার, প্রবাসী নেতা মো. আবু কাউসার ভূঁইয়া, মাহবুবুর রহমান
দিদার, মো. মফিজুল ইসলাম, হাসান ভূঁইয়া, সফিকুল ইসলাম, কিরন মুন্সি, ডা.
আলী আক্কাস চৌধুরী, নাসির উদ্দিন ভূঁইয়া, শামীমুল আল মামুন বাদল, জয়নাল
আবেদীন হাজারী, মিজানুর রহমান, জাকির হোসেন, আক্তার হোসেন ও খোরশেদ আলম
প্রমুখ।
সভা শেষে ব্যারিস্টার মামুন কাবিলা বাজার, নিমসার, নাজিরা,
ময়নামতি ও দেবপুরসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ ও গণসংলাপে অংশ নেন। এ সময় দলের
অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।