শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
পুরোনো ছন্দে নেইমার, জেতালেন সান্তোসকে
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১:১১ এএম আপডেট: ১৮.০৭.২০২৫ ২:০৯ এএম |






 পুরোনো ছন্দে নেইমার, জেতালেন সান্তোসকে

ইনজুরি প্রবণ ক্যারিয়ারে নেইমার জুনিয়রের মাঠে ফেরা ও ছিটকে যাওয়ার খবরই প্রায় নিয়মিত শিরোনামে আসে। তবে মাঠে ফিরে ঝলকে দেখাতে ভুল হয় না এই ব্রাজিলিয়ান তারকার। গত সপ্তাহে প্রীতি ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করার পর ফিট হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন। এবার তেমনই ছন্দে দেখা গেল নেইমারকে, দারুণ এক গোলে তিনি জিতিয়েছেন সান্তোসকে।
ব্রাজিলিয়ান লিগ সিরি-আতে নেইমারের একমাত্র গোলে সান্তোস হারিয়েছে কিছুদিন আগে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলে আসা ফ্ল্যামেঙ্গোকে। ফিলিপে লুইসের ক্লাবটি আবার এই প্রতিযোগিতার টেবিল টপার। অবশ্য ম্যাচজুড়ে তাদেরই দাপট ছিল। ৭৫ শতাংশ বল দখলে ছিল ফ্ল্যামেঙ্গোর। এ ছাড়া ১০ শটের ৫টি লক্ষ্যে রাখলেও তাদের গোল পাওয়া হয়নি। ৮ শটের ৪টি লক্ষ্যে রেখেই পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে সান্তোস।
ম্যাচের প্রথমার্ধেই গোলের ভালো সুযোগ তৈরি করেছিলেন নেইমার। তবে ডেভিড ওয়াশিংটনকে বাড়ানো বল কাজে লাগাতে পারেননি। বিরতির পরও পুরোনো ছন্দে দেখা যায় সান্তোস তারকাকে। তারই সুবাদে ৮৪ মিনিটে আসে অনেক কাঙ্ক্ষিত গোল। সতীর্থের পাস পেয়ে বক্সের ভেতর ফ্ল্যামেঙ্গো ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ঘুরে গোল করেন নেইমার। যা ২০১৩ সালের পর ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে প্রথম দেখায়–ই তার গোল। এ নিয়ে তিনি সান্তোসের হয়ে এই মৌসুমে ১৩ ম্যাচে চতুর্থ গোল করলেন।
নেইমারের জন্য আরেকটি স্বস্তির বিষয় পুরো ৯০ মিনিট মাঠে থাকা। ব্রাজিল জাতীয় দলে ফেরার জন্য নিজেকে পুরো ফিট ও ম্যাচ খেলার উপযোগী বলে প্রমাণ করতে হবে। এখন পর্যন্ত জাতীয় দল ও ক্লাব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলে অবদান রাখলেন নেইমার। এর মধ্যে গোল ২৫৭ ও অ্যাসিস্ট ৪৪৩টি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ আরো বাড়ল
আটক ১৬৪
ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে কুমিল্লা থেকে যাবেন লক্ষাধিক নেতাকর্মী
কুমিল্লায় বিএনপির মৌন মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক
তিতাসে যুবকের মরদেহ উদ্ধার- বরিশাল থেকে কুমিল্লায় এনে গলা কেটে হত্যা
বিএনপি কারো উস্কানিতে জড়াবেনা -আবুল কালাম
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
সরকারই উস্কানি দিয়ে তাদেরকে গোপালগঞ্জ পাঠিয়েছে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২