২০২৪
সালের ৬ জুলাই বোতাফাগোর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন থিয়াগো আলমাদা।
কিন্তু ব্রাজিলিয়ান সিরিআর ক্লাবটির জার্সি গায়ে বেশিদিন খেলেননি তিনি। ১৭
ম্যাচ খেলার পর একই বছরের ডিসেম্বরে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা
সিদ্ধান্ত নেন, ফরাসি লিগ ওয়ানের ক্লাব লিঁওতে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত
ধারে খেলবেন।
সিদ্ধান্ত অনুসারে, লিওতে ধারে খেলার সময়ও শেষ হয়েছে আলমাদার। এবার নতুন ঠিকানায় যাচ্ছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
আলমাদাকে
দলে নেওয়া প্রসঙ্গে বোতাফোগোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে অ্যাতলেতিকো
মাদ্রিদ। গতকাল মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাব।
অ্যাতলেতিকো জানিয়েছে, আলমাদার মেডিকেল পরীক্ষা এবং চুক্তিতে স্বাক্ষরের পরই এই স্থানান্তর চূড়ান্ত হবে।
ইএসপিএন
সোমবার জানিয়েছিল, ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন খেলোয়াড় আলমাদা এরই মধ্যে
অ্যাতলেতিকোতে যোগ দিতে সবুজ সংকেত দিয়েছেন। ট্রান্সফার ফি হিসেবে ১৫ থেকে
২০ মিলিয়ন ইউরো (১৭.৫ মিলিয়ন থেকে ২৩ মিলিয়ন ডলার) এর মধ্যে একটি চুক্তি
প্রায় সম্পন্ন হওয়ার পথে।
বোতাফোগোর সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত
চুক্তিবদ্ধ ছিলেন আলমাদা। গত মৌসুমের দ্বিতীয়ার্ধ থেকে বোতাফোগোর সহযোগী
ক্লাব লিঁওতে ধারে খেলেন এবং সেখানে লিগ ওয়ানে ১৬টি ম্যাচে অংশ নেন।
২৪
বছর বয়সী এই খেলোয়াড়ের মিডফিল্ডের কেন্দ্রে কিংবা উইংয়ে খেলতে পারেন। দুই
পজিশনে খেলার ভালো গুণ থাকায় অ্যাতলেতিকোর জন্য আকর্ষণীয় সাইনিংয়ে পরিণত হন
তিনি।
সাবেক আটলান্টা ইউনাইটেড তারকা আলমাদা বোতাফোগোতে যোগ দেন মেজর
লিগ সকার (এমএলএস) ও ব্রাজিলিয়ান সিরিআর ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার
ফি'তে। আর্জেন্টাইন তরুণকে দলে নিতে প্রায় ২১ মিলিয়ন ডলার খরচা করেছিল
বোতাফাগো।
অ্যাতলেতিকোতে আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের
জায়গায় প্রতিস্থাপিত হতে পারেন আলমাাদা। কেননা ইএসপিএনের সূত্র জানিয়েছে,
ডি পলের বিদায় এখন কেবল সময়ের ব্যাপার।
লিওনেল মেসির সঙ্গে জুটি করতে
ইন্টার মিয়ামিতে যেতে সম্মতি দিয়েছেন ডি পল। এমএলএসের ক্লাবের সঙ্গে এখন
শুধু ট্রান্সফার ফি চূড়ান্ত করার অপেক্ষায় রয়েছে অ্যাতলেতিকো।
৩১ বছর
বয়সী ডি পলের সঙ্গে অ্যাতলেতিকোর চুক্তি আর মাত্র এক বছর বাকি। এখনো
ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী
তারকা। অ্যাতলেতিকো চাইছে না তাকে ২০২৬ সালের জুনে ফ্রি এজেন্ট হিসেবে
হারাতে। তাই এই গ্রীষ্মেই ডি পলকে বিক্রি করতে প্রস্তুত ক্লাবটি।
যদি ডি
পল ক্লাব ছাড়েন, তাহলে অ্যাতলেতিকো একই ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন একজন
মিডফিল্ডার খুঁজবে। ইএসপিএন জানিয়েছে, ডি পলের বিকল্প হিসেবে অ্যাতলেতিকোর
পছন্দের তালিকায় রয়েছে ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার জাভি গুয়েরা।