কুমিল্লা
ডিগম্বরীতলাস্থ সংগীত প্রশিক্ষক মিঠুন চক্রবর্তী পরিচালিত বিদ্যাশিনী
সাংস্কৃতিক একাডেমীর ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান,
আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।
একাডেমী শিক্ষার্থী
রিতা সরকারের সঞ্চালনায় প্রশিক্ষক বিষ্ণুপদ রায় দে এর সভাপতিত্বে প্রধান
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের অতিথি উদয় চ্যাটার্জী। প্রধান
অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক ইঞ্জিনিয়ার নুরুল হক। অতিথি
হিসাবে বক্তব্য রাখেন সংগীতশিল্পী সাগর ঘোষ,পটুয়াখালীর আর্ট শিক্ষক সজীব
কর্মকার, সংগীত প্রশিক্ষক শম্পা দে সরকার, মনজুরুল ইসলাম,বাউল শিল্পী রবিউল
ইসলাম, শিল্পী আশিষ কুন্তল। সাংস্কৃতিক পর্বে গান নাচ করেন মুশফিকুর রহমান
অনিক, অর্পিতা ঘোষ, মার্জানা প্রমি চৌধুরী, প্রকৃতি দেবনাথ, শুভ দেবনাথ,
আদ্রি সাহা, তৃধা ঘোষ,স্বস্তিকা সাহা, পূজা দাস , নুসরাত জাহান শিফা।