বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন (বাইসো) কুমিল্লা জেলা ইউনিটের এক বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এবারের নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে তাসনিম আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে রাবেয়া আক্তার স্বর্ণা নির্বাচিত হয়েছেন।
২০১৫ সালে কুমিল্লা থেকে যাত্রা শুরু করা এই সংগঠনটি বর্তমানে দেশের ২৪টি জেলায় বিস্তৃত। প্রতি বছর জুলাই মাসে সংগঠনের নিয়মিত কার্যক্রম অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, যোগাযোগ সম্পাদক, প্রেস সম্পাদকসহ মোট ৭টি পদে ১৭ জন সদস্য স্থান পেয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কমিটি আগামী এক বছরের জন্য কুমিল্লা ইউনিটের বিভিন্ন সামাজিক ও যুব উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে। তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবায় অংশগ্রহণ নিশ্চিত করাই হবে নতুন কমিটির প্রধান অগ্রাধিকার।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বাইসো আরও গতিশীল ও কার্যকরভাবে সামাজিক উন্নয়নে অবদান রাখবে। নতুন কমিটিতে তরুণ, উদ্যমী ও সমাজসেবায় আগ্রহী সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানানো হয়।