মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন কুমিল্লা ইউনিটের নতুন কমিটি গঠন
তাসনিম সভাপতি, স্বর্ণা সম্পাদক নির্বাচিত
আবু সাঈদ
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৪৬ পিএম |

বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন কুমিল্লা ইউনিটের নতুন কমিটি গঠনবাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন (বাইসো) কুমিল্লা জেলা ইউনিটের এক বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এবারের নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে তাসনিম আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে রাবেয়া আক্তার স্বর্ণা নির্বাচিত হয়েছেন।

২০১৫ সালে কুমিল্লা থেকে যাত্রা শুরু করা এই সংগঠনটি বর্তমানে দেশের ২৪টি জেলায় বিস্তৃত। প্রতি বছর জুলাই মাসে সংগঠনের নিয়মিত কার্যক্রম অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, যোগাযোগ সম্পাদক, প্রেস সম্পাদকসহ মোট ৭টি পদে ১৭ জন সদস্য স্থান পেয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কমিটি আগামী এক বছরের জন্য কুমিল্লা ইউনিটের বিভিন্ন সামাজিক ও যুব উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে। তরুণদের নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবায় অংশগ্রহণ নিশ্চিত করাই হবে নতুন কমিটির প্রধান অগ্রাধিকার।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বাইসো আরও গতিশীল ও কার্যকরভাবে সামাজিক উন্নয়নে অবদান রাখবে। নতুন কমিটিতে তরুণ, উদ্যমী ও সমাজসেবায় আগ্রহী সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানানো হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মসজিদের ভেতর অবরুদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ
এসএসসিতে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
দাউদকান্দি ছেলেকে অপহরণের খবর শুনে বাবার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
দাউদকান্দিতে ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়: বাবার মৃত্যু
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
বাখরাবাদ সিবিএ নেতা মালেক গ্রেপ্তার
ধর্ষণ মামলা বেড়েছে কুমিল্লায়, হত্যাকাণ্ড কমে জুনে দাঁড়িয়েছে ৬টিতে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২