বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত কয়েকটি মামলার আসামি কুমিল্লা নগরীর
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদকে মারধর করে পুলিশের সোপর্দ
করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে কুমিল্লার আদালত প্রাঙ্গণ থেকে
স্থানীয় এক বিএনপি নেতাসহ অন্যান্যরা তাকে আটক করে মারধর করে। পরে খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
কুমিল্লা
কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আব্দুল হামিদের বিরুদ্ধে বেশ
কয়েকটি মামলা রয়েছে। এছাড়া শেষ সময়ের ভিডিও ফুটেজ ও ছবিও পুলিশের কাছে
রয়েছে। বেলা দুইটার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনি
প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা আদালত এলাকা
থেকে স্থানীয় বিএনপির এক নেতা তাকে ধরে মগবাড়ি চৌমুহনী নিয়ে আসেন। এসময়
তাকে মারধর করে নাজেহাল করে রাস্তায় বসিয়ে রাখেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ
ক্ষমতায় থাকাকালে বিভিন্ন মানুষকে মামলা দিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাতেন
বলে অভিযোগ আনা হয়।