নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগর উপজেলার পাচকিত্তা গ্রামে ধর্ষণের শিকার এক
নারীকে মারধর ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে
পরিচিত শাহপরানকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৮জুলাই)
কুমিল্লার আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা
রুহুল আমিন। আবেদনের প্রেক্ষিতে বুধবার (৯ জুলাই) শুনানী শেষে শাহপরানের ৫
দিনের রিমান্ড মঞ্জুর করেন কুমিল্লার ১১ নং আমলী আদালতের বিচারক মমিনুল হক।
কুমিল্লার আদালত পরিদর্শক মোঃ সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত
২৬ জুন দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ
ইউনিয়নের বাহেরচর গ্রামে বসত ঘরের দরজা ভেঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক
নারীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় ধর্ষক ও ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে
নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ভিডিও
ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।এরই মধ্যে ভিডিও ছাড়িয়ে দেওয়ার ঘটনায়
ধর্ষক ফজর আলীর ভাই শাহ পরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে আসে।
পরে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে
গ্রেপ্তার করে র্যাব। পরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড
আবেদন করে। বুধবার শুনানী শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই
ঘটনায় গ্রেপ্তার অপর চার আসামীকে ৩ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে
প্রেরণ করা হয়।
অপরদিকে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে আহত অবস্থায়
গ্রেপ্তারের পর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে কিছুটা সুস্থ হলে
তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন মুরাদনগ থানার ওসি জাহিদুর রহমান।