শাহরাস্তি পৌরসভার নিয়মিত মাসিক সভায় অর্থ বছরের এডিপি উন্নয়ন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
(৯ জুলাই) বুধবার সকালে পৌরসভার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা
নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নিগার সুলতানার সভাপতিত্বে ও পৌর নির্বাহী
কর্মকর্তা (ক শ্রেণি) তোফায়েল আহামদ শেখের সঞ্চালনায়সভায় প্রধান আলোচ্য
বিষয় ছিল ২০২৫-২৬ অর্থ বছরের উন্নয়ন প্রকল্প নির্বাচন, দরপত্র আহ্বান,
দীর্ঘদিন ঝুলে থাকা শাহরাস্তি পৌর কবরস্থান ভূমি ক্রয়ের অগ্রগতি, পৌরসভার
পার্ক উন্নয়ন, অটোরিকশা স্ট্যান্ড স্থাপন, ভারী যানবাহনের লোড-আনলোড
পার্কিং এবং বিভিন্ন ইজারা সংক্রান্ত পরিকল্পনা।
কর্ম সম্পাদন কমিটির ছয় সদস্য নিজ নিজ প্রস্তাবনার পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করেন।
সভায়
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম
মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা.
আকলিমা জাহান, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল
বাসার, প্রকৌশলী সুব্রত দেব, সমাজসেবা অফিসার আবু ইসহাক, যুবকর্মকর্তা
শামসুল আমিন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল প্রমুখ।
এছাড়া
কমিউনিটির বিশিষ্ট জন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক
পৌর মেয়র ও বিএনপি নেতা মোস্তফা কামাল, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের
সিএ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, সাবেক উপজেলা যুবদল সভাপতি
সাইফুল করিম মিনার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আলম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আমীর মো. মোস্তফা কামাল।
শিক্ষা
ও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আজাদ হোসেন,
সুয়াপাড়া সপ্রাবি’র প্রধান শিক্ষক আক্তার হোসেন, সহকারী শিক্ষক কামাল
হোসেন, উপজেলা মসজিদের খতিব মাও. মিজানুর রহমান এবং মোয়াজ্জেম শফিউল্লাহ।
এছাড়াও
সভায় পৌরসভার সহকারী প্রকৌশলী মাহবুবুর রশিদ, উপসহকারী প্রকৌশলী
হাসানুজ্জামান, নোমান হোসেন এবং প্রধান সহকারী মো. নজরুল ইসলামসহ সাংবাদিক,
সুধীজন ও নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।