১০
মহররম, রবিবার পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে বুড়িচং উপজেলার
বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে আলোচনা সভা ও মিলাদ
মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ৬ জুলাই বাদ মাগরিব বুড়িচং উপজেলার
শিবরামপুর হোসাইনীয়া শাহেনশাহী দরবার শরীফের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ
মাহফিল অনুষ্ঠিত হয। দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মুফতি আবুল হোসেন আল
কাদরীর সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, এডভোকেট মোঃ মজিবুর
রহমান, মোঃ আব্দুস ছাত্তার মেম্বার, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম
জাবির, মোঃ মোবারক হোসেন সহ আরো অনেকে।
উপজেলার বাকশীমূল ইউনিয়নের
আনন্দপুর পশ্চিম পাড়া শাহ সালাম জামে মসজিদে বাদ মাগরিব থেকে মধ্য রাত
পর্যন্ত আলোচনা, জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটি ও
গ্রামবাসীর সহযোগিতায় অনুষ্ঠিত মাহফিলে শোহাদায়ে কার বাংলার স্মরণে
গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, মসজিদের ইমাম মুফতি হাফেজ ফাহাদ হোসাইন।
এসময় এলাকার সব শ্রেণী পেশার মুসল্লি অংশগ্রহণ করেন।
সৈয়্যেদোনা হযরত
ইমাম হোসাইন (আঃ) এর শাহাদাৎ দিবস উপলক্ষে নজরুলিয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর
উদ্যোগে জিকিরে হোসাইন (আ:) মাহফিল রবিবার রাতে বুড়িচং নজরুলীয়া দরবার
শরীফে অনুষ্ঠিত হয়।
পীরজাদা মুফতি শামস তিবরীজ সাদকপুরীর আহ্বানে
মাহফিলে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ সাইফুল ইসলাম সাদকপুরী, সাংবাদিক ও
কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মোঃ মোবারক হোসেন, মাওঃ মকবুল
হোসেন, খলিফা মনির হোসেন সাদকপুরী, খলিফা মোঃ ফারুক, আবদুল্লাহ আল মামুন
পিয়াস, মোঃ রমিজ উদ্দিন, কামরুল হাসান সাদকপুরী, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
৫
জুলাই, বিকেলে বুড়িচংয়ে অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ আবুল হোসেন আল কাদরীর
সভাপতিত্বে ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর উপস্থাপনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরজাদা মাওঃ শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী,
এডভোকেট মোঃ মজিবুর রহমান শাহপুরী, হাজী অহিদুর রহমান ভূঁইয়া, মাওঃ মোঃ
মিজানুর রহমান তাহেরী, মোঃ আব্দুস ছাত্তার সাবেক মেম্বার, শাহজাদা মোঃ
শাহরিয়ার কাইয়ুম দিপু, হাফেজ মোঃ সাইফুল ইসলাম, মোঃ রিফাত রেজা, মোঃ আবু
সাইদ, মোঃ আঃ হান্নান রেজভী, মোঃ আতিকুর রহমান, ফারুক আহমেদ হৃদয় ও মোঃ
আরিফ।
সভায় বুড়িচং উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ রাখার
লক্ষ্যে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দুই জন, সদস্য সচিব সহ
কমিটির আরো ৮/৯ জন সদস্য সর্বসম্মতিক্রমে সকল ব্যক্তি , দরবার শরীফ ও
গ্রুপকে ঐক্যবদ্ধ করতে এবং সম্মিলিত ভাবে কাউন্সিল করার জন্য ৫ সদস্যের
একটি উপ-কমিটি গঠন করে দেওয়া হয়। উক্ত কমিটি আগামী ১ মাসের মধ্যে তাদের
দায়িত্ব পালন শেষে আহ্বায়ক কমিটির সহযোগিতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার
সিদ্ধান্ত হয়।
দিবসটি উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণপাড়া
উপজেলার শশীদল ইউনিয়ন শাখার উদ্যোগে একটি চমৎকার আলোচনা ও মিলাদ মিলাদ
মাহফিলের আয়োজন করে।
ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি মাওলানা আবু
হানিফের সভাপতিত্বে ও মাওঃ মোঃ রফিকুল ইসলাম রেজভীর উপস্থাপনায় শশীদল
পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসা মাঠে উক্ত আলোচনা ও মিলাদ মাহফিলে বক্তব্য
রাখেন,আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক হযরত
মাওলানা অলিউল্লাহ ফয়েজী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কুমিল্লা জেলা কমিটির
যুগ্ম সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মাওঃ মোঃ
হাবিবুর রহমান মমতাজী,আরবী প্রভাষক মহালক্ষ্মীপাড়া সিনিয়র মাদ্রাসা, মাওঃ
গোলাম মোস্তফা, আলহাজ্ব ছাদেক আহমদ, হাফেজ মাওলানা মোঃ আবু রায়হান রেজা
হাসেমী,ও মোঃ গোলাম মোস্তফা জীবন।
এদিকে গত ৫ জুলাই থেকে শোহাদায়ে
কারবালার স্মরণে উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফ কমপ্লেক্সের
উদ্যোগে ৫ দিনব্যাপী ধারাবাহিকভাব আলোচনা, জিকির, মিলাদ মাহফিলের আয়োজন করা
হয়েছে। ৯ জুলাই বাদ যোহর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হবে। এছাড়া,
কালিকাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বুড়িচং দরবার শরীফ, শ্রীমন্তপুর
জামে মসজিদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গাউছিয়া ইসলামিক মিশন সহ বিভিন্ন
মসজিদ,দরবার,খানকা ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের
আয়োজন করে।