মালয়েশিয়ায়
জঙ্গি সন্দেহে আটক ৩৬ বাংলাদেশি সম্পর্কে বিস্তারিত তথ্য দেশটির কাছে
আনুষ্ঠানিকভাবে জানতে চাইবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মো.
তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো পুরো
বিষয়টি স্পষ্ট নয়। তবে কিছু ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ
মালয়েশিয়ার আদালতে দাখিল করা হতে পারে। বাকিদের তারা বাংলাদেশে ফেরত
পাঠানোর চিন্তা করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামী কয়েক দিনের
মধ্যে এ বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মালয়েশিয়ার
স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসলামিক
স্টেট (আইএস) সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির
পুলিশ।
বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাদের বিষয়ে দেশের স্বরাষ্ট্র
মন্ত্রণালয় তদন্ত করবে জানিয়ে উপদেষ্টা বলেন, ফেরত পাঠানো ব্যক্তিদের
আমাদেরও পরীক্ষা করে দেখতে হবে, তারা আদৌ কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কি না,
আর তাদের সম্পৃক্ততা কতটুকু।
এ ঘটনার ফলে ভবিষ্যতে বাংলাদেশিদের
মালয়েশিয়া যাত্রার ভিসা প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে কি না, এমন প্রশ্নের
জবাবে তিনি বলেন, যেকোনো নেতিবাচক ঘটনা ভিসা প্রক্রিয়ায় প্রভাব ফেলে। একে
একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে আমরা যদি যথাযথ পদক্ষেপ নিই, তাহলে এর
প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে।