বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
চৌদ্দগ্রামে তিন মাসে মাদকের ৫৭ মামলায় আটক ৫৯
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১:১৭ এএম আপডেট: ০৩.০৭.২০২৫ ১:৫৭ এএম |




  চৌদ্দগ্রামে তিন মাসে মাদকের  ৫৭ মামলায় আটক ৫৯চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গত তিন মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ৫৭ মামলায় ৫৯ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক হলো; ৬৬৪ কেজি গাঁজা, ৪১১৯ পিছ ইয়াবা, ১৬৮২ বোতল ফেনসিডিল, ৫৯ বোতল বিদেশী মদ ও ২২ বোতল বিয়ার। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।   
থানা সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের পর পুলিশের টহল কমে যাওয়ায় মাদক কারবারিরা ফাঁকা মাঠে দাঁপিয়ে বেড়ায়। সীমান্তবর্তী ও মহাসড়কের ৪৩ কিলোমিটার এলাকায় পর্যাপ্ত সোর্স না থাকায় কম হচ্ছে মাদক বিরোধী অভিযান। জনবল ও মনোবল সংকট থাকা সত্ত্বেও মাদক বিরোধী অভিযান ধীরে ধীরে বাড়ছে। বেশিরভাগ মাদক কারবারিরা রাতে চোরাচালান করে। পর্যাপ্ত জনবল না থাকলে রাতে অভিযান চালাতে গিয়ে রয়েছে হামলার ঝুঁকি। এছাড়া ধীরে ধীরে বাড়ছে চৌদ্দগ্রামে রাজনৈতিক উত্তাপ। সারাদেশের ন্যায় রয়েছে কিশোর গ্যাং এর উৎপাত। সরকার পতনের পর থেকে জায়গা জমি সংক্রান্ত হামলা মামলা বেড়ে গেছে অনেকগুন। মামলা কমাতে প্রতিদিনই বসে কয়েকটি অভিযোগ নিষ্পত্তির বৈঠক। সব দিক সামাল দিয়ে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এরমধ্যে পুলিশ তিন মাসে ৬৬৪ কেজি গাঁজা, ৪১১৯ পিস ইয়াবা, ১৬৮২ বোতল ফেন্সিডিল, ৫৯ বোতল বিদেশী মদ ও ২২ বোতল বিয়ার আটক করে। মাদক উদ্ধারের ঘটনায় ৫৭ মামলায় ৫৯ জনকে আটক করা হয়েছে। 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানের পাশাপাশি গত ১৫ জুন থেকে ৩০জুন পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ মহাসড়ক এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকা ও মহাসড়কের ৪৩ কিলোমিটার রাত ৮টা থেকে ভোর পর্যন্ত কয়েকটি ভাগে পুলিশের টহল থাকে। মহাসড়কে দুর্ঘটনা, ডাকাতি, ছিনতাই রোধে নির্বিঘ্নে প্রতিটি যাত্রীর নিরাপদে যাতায়াত নিশ্চিতে কাজ করছে পুলিশ। মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।














সর্বশেষ সংবাদ
সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে গণপিটুনি, কুমিল্লায় এক পরিবারের তিনজন নিহত
ফজর আলীর ভাই শাহপরানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলীতে ফেলা হচ্ছে বিষাক্ত স্লাজ বর্জ্য
কুমিল্লায় ভেজাল ঘি ও নকল বৈদ্যুতিক তারের বিরুদ্ধে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় ৩জন নিহত, আহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে গণপিটুনি, কুমিল্লায় এক পরিবারের তিনজন নিহত
কুমিল্লার বুড়িচংয়ে দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল
ফজর আলীর ভাই শাহপরানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ
বাড়ি ছাড়লেন সেই নারী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলীতে ফেলা হচ্ছে বিষাক্ত স্লাজ বর্জ্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২