কুমিল্লার
মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের ৫০ জন দুগ্ধ সমবায়ীর মুখে হাসি ফুটিয়ে
প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার
দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের
মাধ্যমে ওই চেক হস্তান্তর করা হয়। সমবায় অধিদপ্তর, ঢাকার তত্ত্বাবধানে
প্রকল্পটি বাস্তবায়িত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর
রহমানের সভাপতিত্বে আয়োজিত এই চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
রাখেন, সমবায় অধিদপ্তর, ঢাকার প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ। তাঁর
বক্তব্যে তিনি দুগ্ধ সমবায়ীদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির
কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমবায় অধিদপ্তরের যুগ্ম
নিবন্ধক মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা মোঃ সালমান ইকবাল এবং
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মেজবাহুল জান্নাত মিনি।
তাঁদের বক্তব্যে দুগ্ধ সমবায়ীর গুরুত্ব এবং এই খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন
পদক্ষেপের ওপর আলোকপাত করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশারফ
হোসেন ভুঁইয়ার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমবায়
কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ আমির হোসেন এবং আকুবপুর দুগ্ধ সমবায়
সমিতির সম্পাদক মাস্টার বাবুল সরকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আকুবপুর দুগ্ধ সমবায় সমিতির সভাপতি হনুফা খাতুন ও কোষাধ্যক্ষ শাহিন মিয়া প্রমুখ।
আকুবপুর
ইউনিয়নের ৫০ জন দুগ্ধ সমবায়ীর হাতে ১ কোটি টাকার চেক বিতরণের মাধ্যমে
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই সুধমুক্ত ঋণ দুগ্ধ সমবায়ীদের উৎপাদন বৃদ্ধিতে
এবং তাদের জীবন যাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।